বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


হিলারি অসাধারণ প্রেসিডেন্ট হবেন: ওবামা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১১.২০১৪

আন্তর্জাতিক ডেস্ক
২০১৬ সালের নির্বাচনে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

ওবামা বলেন, তিনি (হিলারি ক্লিনটন) যদি নির্বাচনে লড়েন তবে সেটি হবে দারুণ ব্যাপার। আর প্রেসিডেন্ট হলে হবেন ‘অসাধারণ প্রেসিডেন্ট’।

এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন ওবামা।

ওবামা বলেন, ক্লিনটন সব ব্যাপারে আমার সঙ্গে একমত পোষণ করেননি। আমার আট বছর ক্ষমতা শেষে এটি ভোটারদের জন্য সুসংবাদ নিয়ে আসতে পারে।

৬৭ বছর বয়সী ক্লিনটন ২০০৮ সালে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট নির্বাচনী ক্যাম্পেইনে ওবামার কাছে পরাজিত হন। আশা করা হচ্ছে, ২০১৫ সালে তিনি আবারও নির্বাচনে লড়ার ঘোষণা দেবেন।

গত মাসে মধ্যবর্তী নির্বাচনে ওবামার হয়ে প্রচারণার কাজে অগ্রণী ভূমিকা রাখেন। অবশ্য নির্বাচনে রিপাবলিকানরা সিনেটের নিয়ন্ত্রণ নেয়।

ক্লিনটনকে ‘বন্ধু’ উল্লেখ ওবামা বলেন, তিনি প্রতিদিন ক্লিনটনের সঙ্গে কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি বলেন, ক্ষমতায় বসলে হিলারি তার চেয়ে ভিন্ন কিছু করতে পারবেন। HILARY_bg_615925379



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি