শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্রিটেনে শিশুদের সবচেয়ে জনপ্রিয় নাম মুহাম্মদ


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১২.২০১৪

baby

ধনুব্রিটিশ ছেলে শিশুদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নাম হচ্ছে মুহাম্মদ। সম্প্রতি ব্রিটেনের একটি নতুন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

বাবা-মাদের ওয়েবসাইট বেবি সেন্টার চলতি বছরের জন্য ছেলে শিশুদের জনপ্রিয় নামের যে তালিকা তৈরি করেছে, তাতে দেখা যাচ্ছে মুহাম্মদ নামটি শিশুদের সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে তালিকার শীর্ষে রয়েছে।

বেবি সেন্টারকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে লন্ডনের দৈনিক পত্রিকা মেট্রো।

গত বছর এই নামটির অবস্থান ছিল তালিকার ২৮ নম্বরে।

চলতি বছর অলিভার নামটিকে হটিয়ে মুহাম্মদ নামটি শীর্ষ স্থান দখল করেছে।

পাশাপাশি ছেলেদের অন্যান্য জনপ্রিয় নাম হচ্ছে জ্যাক, নোয়া এবং জেকব।

বেবি সেন্টার বলছে, ৫৬,০০০ শিশু-জন্মের হিসেব অনুযায়ী ওমর, আলী এবং ইব্রাহীম – এই তিনটি নামও ছেলে শিশুদের ১০০ নামের তালিকায় রয়েছে।

মেয়ে শিশুদের নামের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় নাম হচ্ছে সোফিয়া। এর পর রয়েছে এমিলি, লিলি, অলিভিয়া ইত্যাদি নাম। মরিয়াম নামটিও চলতি বছর তালিকার ৩৫ নম্বরে উঠে এসেছে।

সূত্র: বিবিসি বাংলা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি