বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


আর্জেন্টিনায় সুন্দরী প্রতিযোগিতা নিষিদ্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১২.২০১৪

image_111131_0

পূর্বাশা ডেস্কঃ

বোয়েন্স আয়ার্স: আর্জেন্টিনার শিবিলকয় শহরে সুন্দরী প্রতিযোগিতা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই প্রথম কোনো দেশ এ প্রতিযোগিতা নিষিদ্ধ ঘোষণা করলো।

প্রতিযোগিতা বন্ধ করার কারণ হিসেবে শিবিলকয় টাউন কাউন্সিল বলেছে, “এ ধরনের প্রতিযোগিতা যৌন আবেদনময়। আর এটি নারীর প্রতি সহিংস আচরণ।”

ল্যাটিন আমেরিকার দেশগুলোতে সুন্দরী প্রতিযোগিতার বিজয়ীরাই টেলিভিশনে কাজ করার সুযোগ পায়। টাউন কাউন্সিল জানায়, “এখন থেকে শিবিলকয় শহরে বার্ষিক যেসব উৎসব আয়োজন করা হবে তাতে যুবকদের বিষয়টি বিষয়টি মাথায় রাখা হবে। সুন্দরী প্রতিযোগিতার বদলে আমরা মুখোশ প্রতিযোগিতার আয়োজন করবো এবং স্বেচ্ছাসেবকদের জন্য পুরস্কারের ব্যবস্থা করবো।”

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মারিয়ানো অ্যান্টন স্কুলে সুন্দরি প্রতিযোগিতা বন্ধের আহ্বান জানিয়েছেন। প্রতিযোগীদের ওপর সহিংসতা বন্ধে তিনি এ আহ্বান জানান।

মারিয়ানো বলেন, “আমরা তরুণীদের বিরুদ্ধে বিভিন্ন প্রদেশে সহিংসতা হতে দেখেছি। কারণ তারা খুব বেশি সুন্দরী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি