শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ওবামার ভারত সফরের বহুমুখি গুরুত্ব


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৫

obama-and-singh

ডেস্ক রিপোর্টঃ

ভারত সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তিনি আজ প্রধান অতিথি। ওবামার এ সফরকে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের একটি গুরুত্বপূর্ন অধ্যায় হিসেবে মনে করা হচ্ছে। ওবামার এ সফরকে শুভেচ্ছা সফর বলা হলেও ভারতের কূটনৈতিক দিক থেকে এটি খুবই গুরুত্বপূর্ন বলে মনে করছেন বিশ্লেষকরা। কিন্তু কেন এ সফর এত গুরুত্বপূর্ন ? এ বিষয়ে কথা বলা হয়েছিল দিল্লির মেইনস্ট্রীম উইকলি পত্রিকার সম্পাদক সুমিত চক্রবর্তীর সাথে।

তিনি বলেন, এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের মত দেশের রাষ্ট্রপ্রধান ভারত সফরে এসেছেন, কেবলমাত্র প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য। তার থেকেও বড় কথা হচ্ছে, তিনি যখন এই আমন্ত্রণ গ্রহণ করলেন তখন একটা বিষয় পৃথিবীর সবাই বুঝতে পেরেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে একটা বিশেষ গুরুত্বপূর্ন অবস্থানে রেখেছে। এর একটা কারণ হতে পারে ভারতের অনেক পর্যবেক্ষক বলছেন, চীনের ব্যাপারে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র পাশে পাবার চেষ্টা করছে। সেই বিষয়ে ভারত সরকার হয়তো উদ্যোগ নেবে। কিন্তু তার থেকেও বড় ব্যাপার হচ্ছে কিছুদিন পরে মার্কিন রাষ্ট্রপ্রধানের যে নির্বাচন হবে সেখানে ওবামার নেয়া একটা ইতিবাচক পদক্ষেপ ওখানকার নির্বাচকমন্ডলীর সামনে তুলে ধরা যায় তাহলে একটা সাফল্য আসতে পারে।

এ বিষয়টি ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত কিনা জানতে চাইলে তিনি বলেন, পরিবর্তন আগেই এসেছে। মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন তার আগে যখন কোল্ড ওয়ার শেষ হয়েছিল। যখন নরসিমা রাও প্রধানমন্ত্রী ছিলেন তখন থেকেই মূলত এ পরিবর্তনের সূচনা। কিন্তু সেই পরিবর্তন এমন একটা বিরাট আকার নিয়েছে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করেছিলেন এবং সেই সময় তাকে ভিসা দেয়া হয়নি।

শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ারের কথা বলছিলেন সেই সময় থেকে ভারতের সাথে রাশিয়ার মিত্র সম্পর্ক আছে। যুক্তরাষ্ট্রের সাথে এখন যে সম্পর্ক সেটা কি ভারত-রাশিয়ার সম্পর্কে প্রভাব ফেলবে ? যুক্তরাষ্ট্র এবং রশিয়ার সাথে ভারত একইভাবে কি সম্পর্ক চালিয়ে যেতে পারবে কিনা জানতে চাইলে তিনি বলেন, যদি এর আগে রুশ রাষ্ট্রপতি পুতিন ভারতে না আসতেন তাহলে বলা যেত যে ভারত-রাশিয়া সম্পর্কে একটা চিড় ধরতে পারে। বিশেষ করে এখন মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলোর সঙ্গেই রাশিয়ার ভাল সম্পর্ককে ভাল চোখে দেখছে না। যেহেতু পুতিন ভারতে এসেছিলেন, তাকে যে ধরনের সংবর্ধনা দেয়া হয়েছিল, আলোচনা হয়েছিল এবং যে চুক্তি সম্পাদিত হয়েছে তাতে বোঝা যায় ভারত রশিয়ার সাথে পুরোনো সম্পর্ক খাঠো করে দেখতে চায়না।

যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার এখন বড় ধরনের মত ভিন্নতা এবং সম্পর্কের বেশ অবনতি হওয়ায় ভারত কি রাশিয়ার সাথে পুরোনো সম্পর্ক টিকিয়ে রাখতে পারবে ? এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, পরবর্তীকালে কি হয় সেটা নিশ্চয় বিবেচনা সাপেক্ষ এবং দেখা দরকার। কিন্তু প্রতিরক্ষা খাতে যে সম্পর্ক এই সম্পর্কটা কিন্তু আগের মতই রয়েছে, এটা বলা যেতে পারে।

বারাক ওবামার ভারত সফর এবং যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হিসেবে দেখা হচ্ছে চীনকে। চীন এ সম্পর্কে কতখানি প্রভাব ফেলছে এবং কেন জানতে চাইলে তিনি বলেন, মনমোহন বা জর্জ বুশের সময়েও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন একটা প্রয়াস ছিল চীনকে যদি কন্টেইন করতে হয় তাহলে ভারতের একটা ভূমিকা আছে। সেই ভূমিকা কি আকার নেবে সেটা পরবর্তীকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যে সম্পর্ক সেটার উপরই নির্ভরশীল। যেহেতু ভারতে এখন নরেন্দ্র মোদী ক্ষমতাসীন এবং সংসদে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তাই মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে নরেন্দ্র মোদীকে এই বিষয়ে নিশ্চয় সাহায্য করা যেতে পারে। চায়নার কন্টেস্টে ভারতকেও কাজে লাগাবার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা রয়েছে। বিবিসি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি