বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


আবার মুখ্যমন্ত্রী কেজরিওয়াল?


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০১৫

vbk-Kejriwal_jpg_1698863f-400x334

বিশেষ প্রতিবেদনঃ

আসন্ন দিল্লির নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি) ৩৭টি আসন পেতে পারে। তিনটি প্রধান জরিপের সম্মিলিত ফলাফলে এমন আভাস পাওয়া গেছে। এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, ওই জরিপের ফল অনুযায়ী বিজেপি ২৯টি আসন পেতে পারে। কংগ্রেস জয়ী হতে পারে ৪টি আসনে। দ্য হিন্দুস্তান টাইমস, ইকোনমিক টাইমস ও এবিপি নিউজের জরিপের তথ্য অনুযায়ী এনডিটিভির এ মতামত জরিপের ফল প্রকাশ করা হয়। আগামী শনিবার দিল্লিতে ভোট নেওয়া হবে। ফলাফল ঘোষণা করা হবে ১০ ফেব্র“য়ারি। মুখ্যমন্ত্রীর পদের জন্য কেজরিওয়াল বিজেপির প্রার্থী কিরণ বেদির বিপক্ষে লড়ছেন। এর আগের নির্বাচনে বিজেপি কাক্সিক্ষত আসন পেতে ব্যর্থ হয়। কংগ্রেসের সঙ্গে জোট বেধে সরকার গঠন করে এএপি। কিন্তু ক্ষমতা গ্রহণের মাত্র ৪৯ দিনের মাথায় ক্ষমতা থেকে সরে দাঁড়ান কেজরিওয়াল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি