বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


আল-কায়েদার পৃষ্ঠপোষক কয়েকজন সৌদি রাজপুত্র


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০১৫

 

e33eb813a8a10843a5fc962bc615f7c4_XL
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি রাজ পরিবারের সদস্যরা ১৯৯০’র দশকে আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদাকে কোটি কোটি ডলার অর্থসাহায্য দিয়েছেন। এ চাঞ্চল্যকর খবর ফাঁস করেছেন যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি একজন সাবেক আল-কায়েদা সন্ত্রাসী।

৪৬ বছর বয়সি জাকারিয়া মুসাওয়ি গতকাল নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালতে এক স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য প্রকাশ করেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিহতদের আইনজীবীদের দায়ের করা মামলার শুনানিতে তিনি এ জবানবন্দি দেন।

মুসাউয়ি বলেন, ওসামা বিন লাদেনের নেতৃত্বে কাজ করার সময় তিনি সৌদি রাজ পরিবারের কয়েকজন প্রখ্যাত ব্যক্তির কাছ থেকে বিপুল অঙ্গের অর্থ গ্রহণ করেছেন। এসব রাজপুত্রের মধ্যে রয়েছেন সাবেক সৌদি গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল-ফয়সাল, যুক্তরাষ্ট্রে নিযুক্ত দীর্ঘদিনের সৌদি রাষ্ট্রদূত প্রিন্স বন্দর বিন সুলতান এবং সৌদি ধনকুবের ব্যবসায়ী প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় জড়িত থাকার অভিযোগ স্বীকার করার পর ২০০৬ সালে মুসাউয়িকে যাবজ্জীবন কারাদ- দেয়া হয়। তিনি মার্কিন ফেডারেল আদালতকে আরো বলেন, “যারা আমাদেরকে অর্থ দিত শায়েখ ওসামা তাদের নাম লিখে রাখতে বলতেন কারণৃ কোন কোন ব্যক্তি ‘জিহাদে’ শরীক হচ্ছেন তার একটি রেকর্ড রাখার প্রয়োজন ছিল।”

জাকারিয়া মুসাউয়ি আরো বলেন, তিনি একবার আফগানিস্তানের কান্দাহারে একজন সৌদি কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেন। ওয়াশিংটনে নিযুক্ত ওই সৌদি কূটনীতিক তাকে জানান কীভাবে যুক্তরাষ্ট্রের ভেতরে হামলা চালানো যায়। পরবর্তীতে ওয়াশিংটনে তিনি আবার ওই কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেন। মুসাওয়ি বলেন, প্রিন্স তুর্কি আল-ফয়সালসহ পদস্থ সৌদি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলতেন বিন লাদেন।

এদিকে ওয়াশিংটনস্থ সৌদি দূতাবাস এসব বক্তব্যকে ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে। দূতাবাসটি বলেছে, ‘ভয়ানক সন্ত্রাসী’ মুসাউয়ির আইনজীবীরা আদালতে বহুবার বলেছে, সে মানসিকভাবে অসুস্থ। এখন সৌদি আরব-যুক্তরাষ্ট্র সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার জন্য সে এ ধরনের দাবি করছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলা আল-কায়েদার সন্ত্রাসীরা চালিয়েছে বলে মার্কিন কর্মকর্তারা দাবি করলেও পর্যবেক্ষকরা মনে করেন, মার্কিন সামরিক বাহিনীর একটি সুদূরপ্রসারি পরিকল্পনা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছেন ওসামা বিন লাদেন। মূলত বিশ্বব্যাপী মুসলিম দেশগুলোর বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করার অজুহাত হিসেবে খোদ মার্কিন নিরাপত্তা বাহিনীই ১১ সেপ্টেম্বরের হামলা চালিয়েছিল। রেডিও তেহরান



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি