বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মিসরে ২৩০ জন বিপ্লবীর যাবজ্জীবন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০১৫

1423117875

ডেস্ক রিপোর্টঃ

মিসরে মোবারকবিরোধী আন্দোলনে অংশ নেয়া ২৩০ জন নিরপেক্ষ বিপ্লবীকে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছে একটি আদালত। বুধবার এই আদেশ দেয়া হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দ-প্রাপ্তদের মধ্যে বিশিষ্ট উদারনীতি কর্মী আহমেদ দুমাও রয়েছেন। ২০১১ সালে হোসনি মোবারকের বিরুদ্ধে আন্দোলনে তিনি মূল ভূমিকা পালন করেছিলেন। দাঙ্গা সংগঠন, সহিংসতা উস্কে দেয়া ও নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ করার অভিযোগে তাকে এই সাজা দেয়া হয়েছে। এছাড়া একটি বিজ্ঞান একাডেমি হাউজিংয়ে আগুন দেয়ার জন্য তাকে ২.২ মিলিয়ন জরিমানা করা হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যাবজ্জীবন দ-প্রাপ্ত ছাড়াও নাবালকের পর্যায়ে পড়া ৩৯ জনকে ১০ বছরের কারাদ- দেয়া হয়েছে।
মিসরে যাবজ্জীবন কারাদ-ের সাজায় ২৫ বছর কারাভোগ করতে হয়



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি