শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


দিল্লির বিধানসভা নির্বাচন বুথ ফেরত জরিপে সংখ্যাগরিষ্ঠ আম আদমি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০২.২০১৫

Exit_poll_673401410

আন্তর্জাতিক ডেস্ক

ভোটগ্রহণের আগে পরিচালিত জরিপ যে ইঙ্গিত দিয়েছিল, ভোটগ্রহণের পর অর্থাৎ বুথ ফেরত জরিপও (এক্সিট পোল) সেই ইঙ্গিত দিচ্ছে। নয়াদিল্লি রাজ্যের বিধানসভা নির্বাচনে জিততে চলেছে দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)।

অন্তত পাঁচটি বুথ ফেরত জরিপ বলছে, শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোট দেওয়ার পর সংখ্যাগরিষ্ঠ ভোটাররাই জানিয়েছেন তারা আম আদমির প্রার্থীদের ভোট দিয়েছেন।

জি নিউজ, টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভিসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত পৃথক পৃথক বুথ ফেরত জরিপ বলছে, কেজরিওয়ালের আম আদমি ৩৮-৩৯টি আসন পেতে পারে।

৭০ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন ৩৬ আসন। সেক্ষেত্রে বেশ এগিয়েই কেজরিওয়ালের দল।

আম আদমির পেছনে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি। জরিপগুলো বলছে, এ নির্বাচনে বিজেপি পেতে পারে ২৮-২৯ আসন। আর গত জাতীয় নির্বাচনে নাকানি-চুবানি খাওয়া কংগ্রেসের ভরাডুবি হচ্ছে এ নির্বাচনের ফলাফলেও। দলটির প্রার্থীরা জয়লাভ করতে পারে ৩-৪ আসনে।

১ কোটি ৩৩ লাখ ভোটারের দিল্লিতে রেকর্ড ৬৭ শতাংশ ভোটগ্রহণ হয়েছে জানিয়ে এনডিটিভি দু’টি বুথ ফেরত জরিপের ফলাফল উল্লেখ করে জানায়, নির্বাচনে কেজরিওয়ালের দল আম আদমি পেতে পারে ৩৮টি সিট। আর বিজেপি ও তার মিত্র দলগুলো পেতে পারে ২৮ আসন। এছাড়া, কংগ্রেস পেতে পারে সর্বোচ্চ চারটি আসন।

পৃথক জরিপের ফলাফল উল্লেখ করে জি নিউজ জানায়, নির্বাচনে ৩৫-৪৩ আসন পাচ্ছে আম আদমি। আর বিজেপি পাচ্ছে ২৩-২৯ আসন। এই জরিপও কংগ্রেসকে সর্বোচ্চ পাঁচ আসন পাওয়ার বেশি আশ্বাস দিচ্ছে না।

আরও দু’টি জরিপের ফলাফলে আম আদমি ৩৯-৪৩ আসন এবং বিজেপি ২৫-২৯ আসন পাচ্ছে বলে জানায় টাইমস অব ইন্ডিয়া। এই জরিপও বলছে, জাতীয় নির্বাচনে বিপর্যস্ত কংগ্রেস সর্বোচ্চ চার আসন পেতে পারে দিল্লির বিধানসভায়ও।

দৃশ্যত এ নির্বাচন রাজধানী নয়াদিল্লির কুরসিতে বসার ভোটের লড়াই হলেও একে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার মাপকাঠি বলে উল্লেখ করছে সংবাদ মাধ্যমগুলো।

বিশ্লেষণে বলা হচ্ছে, দিল্লির কুরসিতে বিজেপির কিরণ বেদি বা আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালের বসার খবরের চেয়েও পৃথক একটি ইস্যুতে উৎসুক থাকছে ভারতীয় জনগণ। শনিবার যে ভোটের লড়াই হয়েছে, সেটি কেবল বিজেপি, আম আদমি কিংবা কংগ্রেসের দিল্লি দখলের লড়াই-ই নয়। বিজেপি দলীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা যাচাইয়ের মাপকাঠিও বটে।

অর্থাৎ তিন দিন পর মঙ্গলবারের (১০ ফেব্রুয়ারি) ফলাফল যেমন বলে দেবে দিল্লির কুরসিতে কে বসছেন, তেমনি বলে দেবে গত বছরের মাঝামাঝি সময়ে ভারত জাতীয় নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রীর আসনে বসা নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কতটুকু বেড়েছে বা কমেছে।

সংবাদ মাধ্যমগুলো বলছে, যদি দিল্লির লড়াইয়ে কিরণ বেদির নেতৃত্বে বিজেপি জিতে যায়, তাহলে সমর্থকরা ধরে নেবে ভারত পরিচালনায় মোদী যে জনপ্রিয়তা নিয়ে এসেছিলেন, সে জনপ্রিয়তা অটুট রয়েছে। আর যদি লড়াইয়ে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি জিতে যায়, তাহলে মোদীর জনপ্রিয়তায় ছিঁড় ধরেছে বলেই প্রচারণা চালাবে আম আদমি ও কংগ্রেসসহ বিরোধীরা।

শনিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে রাজ্য বিধানসভার এ নির্বাচনে ১২ হাজার কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ৬৭৩ জন প্রার্থীকে বিকেল ৬টা পর্যন্ত ভোট দেন রাজধানী রাজ্যের ভোটাররা।

ভোটগ্রহণের আগের জরিপ কিংবা বুথ ফেরত জরিপ যাই বলুক,  আম আদমি, বিজেপি এবং কংগ্রেস সব দলের নেতাকর্মীরাই তাকিয়ে আছেন মঙ্গলবারের (১০ ফেব্রুয়ারি) দিকে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি