শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


হতাশাগ্রস্ত নেপাল


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০১৫

Nepal2-400x224

আন্র্তজাতিক ডেস্কঃ

জাতিসংঘ থেকে নেপালে ভূমিকম্পের ক্ষতিপূরণ হিসেবে আগামী তিনমাসের জন্য জরুরি ত্রাণ হিসেবে দেওয়া হয়েছে ৪১৫ মিলিয়ন ডলার। কিন্তু এখনো নেপালের ক্ষতিগ্রস্ত অধিবাসীরা খাবার এবং ওষুধ সঙ্কটে ভুগছে। হেলিকপ্টার কিংবা সড়কে যানবাহন সহযোগে খাবার সরবরাহ করা সম্ভব হলেও সরকারের পক্ষ থেকে কিংবা স্থানীয় সাহায্য সংস্থার কাছ থেকে কোনো প্রকার সাহায্য মেলেনি অভুক্ত নেপাল অধিবাসীদের। দেশটির দেউপুর সিপাঘাট কাভারি গ্রামের বাসিন্দা বাহাদুর শ্রেষ্ঠা জানান, ‘সরকারের কাছ থেকে সাহায্য না পেলে আমরা রীতিমত মারা যাচ্ছি। কলেরা ও ডায়রেয়িরা চারিদিকে ছড়িয়ে পড়েছে।’ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫,৫০০ জনে ঠেকেছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। এখন পর্যন্ত আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজারে। কমপক্ষে ৭০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ২ লাখের বেশি মানুষ ঘরছাড়া অবস্থায় খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছে। উল্লেখ্য, বুধবার ত্রাণ সামগ্রী বাসের জন্য অপেক্ষমাণ হাজার হাজার মানুষেরা স্থানীয় পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। বিবিসি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি