বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


মুসলিমদের দানের জমিতে হচ্ছে বিশ্বের বৃহত্তম মন্দির


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৫.২০১৫

 

mondir

ডেস্ক রিপোর্ট : ভারতে যখন চরম সাম্প্রদায়িক সংকট। মুসলিমদের কোণ্ঠাসা করা হচ্ছে চতুর্দিক থেকে। তখন এমন একটি খবর অবিশ্বাসই বটে। তবে অবিশ্বাস্য হলেও খবরটি সত্য। মন্দির তৈরির জন্য জমি দিয়ে ভারতে একটি অনন্য নজির তৈরি করতে যাচ্ছেন বিহারের মুসলিম ধর্মাবলম্বীরা।

বিহারের পূর্ব চম্পারণে মূল রাস্তা ঘেঁষে নির্মিত হবে মন্দিরটি। এখানে চল্লিশটি মুসলিম পরিবার কোনো বিনিময় ছাড়াই জমি দিয়েছে। আর এ জমিতেই মন্দির নির্মাণের কাজ শুরু করেছে প্রশাসন।

নির্মিত এ মন্দিরটি হবে বিশ্বের সর্ব বৃহৎ মন্দির। যেখানে একসঙ্গে ২০ হাজার মানুষ ইবাদত করতে পারবে। মুসলিমদের জমি দানে বিহারের প্রশাসন বেশ খুশি। পাটনার মহাবীর মন্দির ট্রাস্টের সচিব আচার্য কিশোর কুনাল বলেন, মুসলিমরা কেবল জমিই দিচ্ছেন না, তারা মন্দিরটির জন্য প্রয়োজনীয় সবই করছেন। তিনি বলেন, মুসলিমদের সহযোগিতা ছাড়া এ মন্দির তৈরি সম্ভব ছিল না।

২০০ একর জমিতে বৃহৎ মন্দিরটি নির্মাণে ব্যয় হবে ৫০০ কোটি টাকা। মন্দিরের উচ্চতা হবে আড়াই হাজার ফুট। চউরায় এক হাজার ফুট।

সূত্র : ইন্ডিয়া টাইমস



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি