বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


বেনজির হত্যা মামলায় অভিযুক্ত মোশাররফ


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৭.২০১৫

pervez-musharraf

দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেসঃ

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে বেনজির ভুট্টো হত্যা মামলায় অভিযুক্ত করেছেন দেশটির আদালত। মঙ্গলবার মোশাররফকে দোষী সাব্যস্ত করে অভিযোগ গঠন করা হয়।

স্বেচ্ছা নির্বাসন থেকে দেশে ফেরার পর ২০০৭ সালে ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী সমাবেশে তৎকালীন বিরোধীদলীয় নেতা বেনজির ভুট্টো আততায়ীদের হামলায় নিহত হন। ওই ঘটনায় হত্যা, ষড়যন্ত্র ও সহায়তার জন্য মোশাররফকে অভিযুক্ত করা হয়েছে।

এদিকে অভিযোগ অস্বীকার করেছেন পারভেজ মোশাররফ। ২৭ আগস্ট পর্যন্ত এই মামলার শুনানি মুলতবি করা হয়েছে। ১৯ এপ্রিল থেকে পারভেজ মোশাররফকে গৃহবন্দী করে রাখা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি