শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


২০১৬ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, মনোনয়ন দৌড়ে এগিয়ে জেব বুশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৭.২০১৫

jeb-bush_94918-300x200

ডেস্ক রিপোর্টঃ

যুক্তরাষ্ট্রের ২০১৬ প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন পেতে মরিয়া সাবেক প্রেসিডেন্ট সিসিয়র বুশের ছেলে ও জুনিয়র বুশের ভাই ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে প্রথম দিকে তার মনোনয়ন নিয়ে বেশ সংশয় দেখা দিলেও এখন মনোনয়ন দৌঁড়ে এগিয়ে আছেন তিনি।

এক জরিপে দেখা গেছে, জেব বুশের মনোনয়ন পাবার সম্ভাবনা প্রায় ৫১ শতাংশ। অথচ গত মাসেও এ সম্ভাবনা ছিল মাত্র ৩৫ শতাংশ। অল্প সময়ের মধ্যে তার সম্ভাবনার সূচক এত দ্রুত বৃদ্ধি পাওয়ায় জেবের মনোনয়ন পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র বলে মন্তব্য করেছেন মার্কিন রাজনৈতিক বিশ্লেষকরাও। মনোনয়নের সম্ভাবনার দৌঁড়ে জেব বুশের পর রয়েছেন উইসকনসিস অঙ্গরাজ্যের গভর্নর স্কট ওয়াকার। তবে তার ক্ষেত্রে সম্ভাবনার হার মাত্র ২৫ শতাংশ। গত মাসেও তার সম্ভাবনার অঙ্ক এমনই ছিল।

অন্যদিকে, রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওকে নিয়ে গত কয়েকমাস ধরে আলোচনা হলেও ৩০ শতাংশ থেকে তার সম্ভাবনার হার নেমে দাঁড়িয়েছে ২০ শতাংশে। জেব বুশ তার দলের কাছেও প্রার্থী হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। অপরদিকে,  ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী হিলারির মনোনয়ন পাওয়ার সম্ভাবনা ৫৩ শতাংশ। এ দুই প্রভাবশালী প্রার্থীদের নিয়ে দুই দলের মধ্যেই চলছে নানা আলোচনা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি