বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


যুদ্ধ হলে ভারতের অপূরণীয় ক্ষতি হবে : পাকিস্তান সেনাপ্রধান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৯.২০১৫

52411_135
ডেস্ক রিপোর্ট :

পাকিস্তান সেনাবাহিনীর প্রধান রাহিল শরিফ বলেছেন, ‘কাশ্মীর’ সমাধান না হলে ভারতের সাথে সীমান্তে শান্তি ফিরবে না। তিনি আরো বলেছেন, যুদ্ধ হলে ভারতের যে ক্ষতি হবে, তা তারা কোনোকালেই পূরণ করতে পারবে না।
গত প্রায় ৬ মাস ধরে কাশ্মীর সীমান্তে লাগাতার যে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন চলছে, সেজন্যও তিনি ভারতকে দায়ী করেছেন।
সীমান্তের উত্তপ্ত পরিস্থিতি প্রসঙ্গেই বলতে গিয়ে পাকিস্তান সেনাপ্রধান রাহিল শরিফের মন্তব্য, ‘কাশ্মীর সমস্যার সমাধান না হলে কোনোভাবেই উপত্যকায় শান্তি ফেরা সম্ভব নয়৷ সেখানকার সাধারণ মানুষের ইচ্ছেকেও গুরুত্ব দিতে হবে৷’

পাকিস্তানের সংবাদপত্র ‘ডন’কে দেয়া সাক্ষাৎকারে জেনারেল রহিল আরো বলেছে, যেকোনো ধরণের বড় এবং ছোট মাপের যুদ্ধের জন্য তৈরি পাকিস্তানের সেনা৷
পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর সুরেই রহিলের মন্তব্য, যুদ্ধ হলে শত্রুপক্ষের যে বিরাট ক্ষতি হবে তা কখনই পূরণ করা সম্ভব নয়৷



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি