শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


লুকিয়ে গোমাংস খেতে পাকিস্তানে গিয়েছিলেন মোদি!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১২.২০১৫

ajmal-400x196

ডেস্ক রিপোর্ট :

বিনা দাওয়াতে নরেন্দ্র মোদি পাকিস্তানে গিয়েছিলেন আসলে নওয়াজ শরিফের বাড়িতে লুকিয়ে গোমাংস ভক্ষণ করতে’-এমন অভিযোগ করেছে ভারতের আসামের বিরোধী দলীয় নেতা ও এআইইউডিএফ-এর প্রধান মাওলানা বদরুদ্দিন আজমল। আসামের মঙ্গলদয়ৈ রবিবার এক জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে তিনি এক বলেন।

তিনি বলেন, ‘বিজেপি নেতা মুক্তার আব্বাস নকভি বলেছেন, কেউ গরুর মাংস খেতে চাইলে পাকিস্তানে যেতে পারেন। তাহলে বিনা নিমন্ত্রণে, বিনা আমন্ত্রণে মোদি কেন পাকিস্তানে গিয়েছিলেন? কী খেতে গিয়েছিলেন সেখানে? নওয়াজ শরিফের ঘরে গিয়ে লুকিয়ে কী মাংস খেয়েছেন তিনি? মোদিকে বলতে হবে পাকিস্তানে গিয়ে শরিফের ঘরে কী মাংস খেলেন?

আজমল বলেন, ভারতে কেউ গোমাংস খেলে দাদরিকা- হবে, মানুষকে মেরে ফেলা হবে। আর প্রধানমন্ত্রী পাকিস্তানে গিয়ে লুকিয়ে মাংস খাবেন? শরিফের ঘরে গিয়ে লুকিয়ে কী মাংস খেয়েছেন তাকে বলতেই হবে’।

এদিকে আজমলের এ বক্তব্যে বিতর্ক সৃষ্টি হয়েছে আসামে। বিজেপি তার এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিজেপির বিধায়ক রঞ্জিত দাস পাল্টা প্রশ্ন তুলেছেন, আজমল যখন হিন্দু লোকের ঘরে যান, তখন কী শুয়োরের মাংস খান? আজমলের সমালোচনা করে তিনি বলেন, ‘ইসলাম সমাজ যেভাবে মোদিকে গ্রহণ করেছে, তাতে শঙ্কিত হয়েই এ সব বলছেন।

বিজেপি নেতা চন্দ্রমোহন পাটোয়ারির মন্তব্য, হতাশগ্রস্ত হয়েই আজমল এ সব বলছেন। হিমন্তবিশ্ব শর্মার অভিযোগ, ‘ভোটের আগে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াতে চাইছেন আজমল। মোদির পাকিস্তান সফর পুরোপুরি বিদেশনীতির ভিত্তিক, এর সঙ্গে গোমাংসের কোনও সম্পর্ক নেই। তবুও ইচ্ছে করে সাম্প্রদায়িকতা ছড়াতেই এসব বলছেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি