শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


থার্টি ফাস্ট উৎসবে সর্তক থাকুন


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১২.২০১৫

download63
ডেস্ক রিপোর্ট :

রাতের আধাঁর, দিনের আলো পেরোলেই আসছে নতুন বছরকে বরণ করার উৎসব। চলছে পার্টি টাইম। সব আনন্দের মধ্যেও সমাজের কিছু বিকৃত মানসিকতার লোকের কারণে একটা আশঙ্কা থেকে যায় নারীদের। গণমাধ্যমের শিরোনাম হওয়া ঘটনা ছাড়াও প্রতিদিনই কোনও না কোনও নারী শিকার হন যৌন হয়রানির মত পরিস্থিতির। পরিস্থিতির মোকাবিলায় প্রয়োজন সতর্কতার। রোজকার ব্যবহারের কিছু জিনিস ব্যাগে রাখলে আপনি এ ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে পারেন।

১। পেপার স্প্রে বা বডি স্প্রে: হঠাৎ আক্রমণকারীকে রুখতে বডি স্প্রে বা পেপার স্প্রে ব্যাগে রাখা খুব জরুরি। আক্রমণকারী সামনে এলেই চোখের ওপর স্প্রে করুন। কিছু ক্ষণের জন্য থমকে যাবে সে।

২। কলম- এই সময় কাজে আসে কলম। আচমকা পেনের সরু নিব ফুটিয়ে দিন চোখ বা মুখ ম-লের কোনও অংশ, বিশেষ করে শরীরের সংবেদনশীল কোনও অংশে ফোটানোর চেষ্টা করুন।

৩। সল্ট অ্যান্ড পেপার- ছোট কৌটোয় গোল মরিচ গুঁড়ো রাখুন ব্যাগে। কেউ আক্রমণ করতে এলেই সঙ্গে সঙ্গে ছড়িয়ে দিন চোখে। অন্তত কিছু ক্ষণের জন্য আপনি নিশ্চিন্ত। এই সময়ের মধ্যে রাস্তা বদল করে ফেলুন।

৪। পেপার নাইফ- বটল ওপেনার পেপার নাইফ, নেল কাটারের হ্যান্ডি সেট কিনতে পাওয়া যায় বাজারে। এমনই একটা কিনে ব্যাগে রাখুন। আত্মরক্ষার জন্য ছুরি দিয়ে আচমকা আঘাত করুন।

৫। কামড়- যদি পিছন থেকে হামলা হয় তবে হামলাকারীর হাত গলার কাছে থাকলে সজোরে কামড় বসান। কোমরের কাছে থাকলে খিমচে দিন।

৬। অ্যাপ- এই সময় মলেস্টেশন অ্যাপের সাহায্য নিন। লোকেশন ট্র্যাকারের সাহায্যে পরিবার, বন্ধুদের তখনই জানান আপনি বিপদে পড়েছেন।

৬। চিৎকার করতে ভয় পাবেন না- হামলাকারী হুমকি দিলেও এক বার অন্তত চিৎকার করন। অনেক সময় আশপাশ থেকে কেউ এসেও যেতে পারে আপনার সাহায্যে।

৯। রাস্তা বদল করুন- যদি বুঝতে পারেন কেউ পিছু নিয়েছে তাহলে প্রথমেই হাঁটার গতি বাড়ান। যে ফলো করছে তা সঙ্গে দূরত্ব বাড়লেই রাস্তা বদল করুন।

১০। সতর্ক থাকুন- রাস্তায় হাঁটার সময় আমরা অনেক কিছু ভাবতে থাকি। ফোনে কথা বলতে বলতে বা কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে হাঁটাও বিপজ্জনক। আপনার অসর্কতাই কিন্তু হামলাকারীকে সুযোগ করে দেবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি