মঙ্গলবার,২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


নেপালের গুদামে পঁচছে বাংলাদেশের ত্রাণ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১২.২০১৫

Nepal-BD-rice-400x225
ডেস্ক রিপোর্ট :

নেপালে ভূমিকম্পে ভুক্তভোগীদের সহায়তায় বাংলাদেশের পাঠানো বিপুল পরিমাণ ত্রাণ আটমাস ধরে পড়ে আছে দেশটির বিভিন্ন গুদামে। নেপালের ঝাপায় ফুড করপোরেশনের বিভিন্ন গুদামে প্রায় ৬১হাজার কুইন্টাল চাল পড়ে আছে বলে খবর প্রকাশ করেছে হিমালায়ন টামইস।

ফুড করপোরেশনের মেচি জোন অফিসের প্রধান মারকেন্দিয়া প্রসাদ উপধায়া জানান, দেশে চলমান সঙ্কটের কারণে ভুক্তভোগীদের মাঝে যথাযথভাবে বণ্টনের সহায়ক পরিবেশের অভাবে তারা বিভিন্ন গুদামে ৬১ হাজার কুইন্টাল চাল গুদামজাত করে রাখতে বাধ্য হয়েছেন।

উপধায়া বলেন, তার অফিস মে মাসে ভূমিকম্পে ভুক্তভোগীদের সহায়তায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো ১ লাখ কুইন্টাল চাল গ্রহণ করে। এর মধ্যে মাত্র ৩৯ হাজার কুইন্টাল চাল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে।

তিনি বলেন, আমরা সাধ্যের বাইরে কাজ করতে পারি না। আমাদের সরকারি নীতি মোতাবেক কাজ করতে হবে।

উপধায়া আরও উল্লেখ করেন, ফেরি করে ভূমিকম্প ক্ষতিগ্রস্ত এলাকায় এসব চাল পাঠানোর জন্য তার অফিস হারহার মাহেদেব ট্রান্সপোর্ট সার্ভিসের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বার্তামোদি ও চন্দ্রগাদিতে ফুড করপোরশেনের ৫টি গুদামে এসব চাল গুদামজাত করা হয়েছে বলে তিনি জানান।

বৃহস্পতিবার বাংলাদেশ, ভারত ও সিকিমের পাঠানো কম্বল ভর্তি তিনটি ট্রাক ঝাপার মধ্য দিয়ে গোর্খা ও নুবাকোটের উদ্যেশ্যে পাঠানো হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি