শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ভূমিকম্পে ভারতের মনিপুর ল-ভ-, নিহত ৮ আহত শতাধিক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০১.২০১৬

50432519
ডেস্ক রিপোর্টঃ

ভারতের মনিপুরে এক শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত ৮ জন নিহত ও শতাধিক আহত হবার খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ভূমিকম্পে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮ রিখটার স্কেল। এর উৎপত্তিস্থল ভারতের মনিপুর রাজ্য। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৩৫৭ কিলোমিটার। ভূকম্পনটি ভোর ৫টা ৭ মিনিটে শুরু হয়ে প্রায় মিনিট খানেক স্থায়ী হয়।

এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মনিপুর সেখানকার পরিস্থিতি সম্পর্কে বিবিসি বাংলার সাংবাদিক অমিতাভ ভট্টশালী বলেন, মনিপুরের বেশিরভাগ  টেলিফোন কাজ করছে না। যে দু-এক জনের সাথে কথা বলে জানতে পেরেছি অন্তত ২ জন মারা গেছেন। প্রায় ৫০ জনের মত আহত হয়েছে। বেশ কিছু বাড়ি-ঘর ভেঙ্গে পরেছে ইস্ফলের আশেপাশের এলাকায়। কিন্তু ইস্ফলের বাইরে দূরবর্তী স্থান থেকে এখন পর্যন্ত  তেমন কোন খবর জানতে পারিনি।

মনিপুর বিশ্ববিদ্যালয়ের ভূ বিজ্ঞানের অধ্যাপক প্রফেসর সৈয়দা ইবুতুমি জানিয়েছেন ভূমিকম্পের যেটা উৎপত্তিস্থল সেটা ইস্ফল শহর থেকে ২৯ কিলোমিটার পশ্চিম দিকে তামিলনাড়–র কাছে।

এদিকে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে ভূমিকম্পে মনিপুরের ইম্ফলে অনেক ঘরবাড়ি বিনষ্ট হয়েছে। অনেক দেয়াল ও রাস্তায় ফাটল ধরেছে। ভারতের আবহাওয়া বিভাগ বলছে, ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতি সম্পর্কে খোঁজ খবর নেয়া হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে এক বার্তায় জানিয়েছেন, ইতিমধ্যে গৌহাটিতে একটি কমিটি গঠন করার পর ওই কমিটি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সম্পর্কে তথ্য সংগ্রহ করছে। এছাড়া মোদি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং যিনি আসামে অবস্থানে করছেন তাকে মনিপুরে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা  নেয়ার নির্দেশ দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি