বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


‘সৌদি আরবে নারী শ্রমিকের সাথে যাবে তার নিকটতম পুরুষ’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০১.২০১৬

soudi
ডেস্ক রিপোর্টঃ

সৌদি সরকারের সঙ্গে শ্রম বিষয়ক দ্বিপক্ষীয় কিছু বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে উল্লেখ করে প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, এখন থেকে সৌদি আরবে নারী শ্রমিকের সাথে তার নিকটতম একজন পুরুষ শ্রমিক পাঠানোর ব্যবস্থা করা হবে।

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে এক মতবিনিময় সভায় তিনি আরো বলেছেন, সৌদি প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ দেশের উন্নয়ণের ভারসাম্য অসামান্য অবদান রাখছে। প্রবাসীদের সুবিধার কথা ভেবে সৌদি আরবে সোনালী ব্যাংকের শাখা ও একটি বেসরকারি ব্যাংকের শাখা খোলার পাশাপাশি জেদ্দায় বাংলাদেশী ব্যবস্থাপনায় পরিচালিত দু’টি স্কুলের ভবন নির্মাণের সর্বাত্মক চেষ্টা করে যাওয়ারও আশ্বাস দেন তিনি।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহের উপস্থিতিতে ও সভাপতিত্বে ও কনসাল আলতাভ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রবাসী কল্যাণ মন্ত্রালয় সচিব ইফতেখার হায়দার চৌধুরী, বিএমইটির মহাপরিচালক বেগম শামছুন্নাহার, শ্রম কাউন্সিলর মোকাম্মেল হোসেন এবং জেদ্দার কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি