শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


এজিয়ান উপকূলে ভাসছে ৩৪ অভিবাসীর লাশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০১.২০১৬

lash
ডেস্ক রিপোর্টঃ

তুরস্কের এজিয়ান উপকূলে ৩৪ অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে কমপক্ষে ৭ জন শিশু রয়েছে বলে জানিয়েছে আরব নিউজ।

নিহত ওই সকল ব্যক্তি তুরস্কের এজিয়ান উপকূল হয়ে গ্রিসের লেসবোর্সে পৌছানোর চেষ্টা করছিলেন।

সিরীয় গৃহযুদ্ধে গৃহহীন মানুষের স্রোত এখনও ইউরোপমুখী। তীব্র শীত উপেক্ষা করে তারা ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করছে। যদিও আগের তুলনায় এখন অভিবাসীদের সংখ্যা কমে এসেছে।

শুধুমাত্র ২০১৫ সালেই ১০ লক্ষ অভিবাসী ইউরোপে পাড়ি জমিয়েছে বলে ধারণা করা হয়ে থাকে। যা ছিলো পূর্বের যে কোন বছরের তুলনায় বেশি।

তুরস্ক কর্তৃপক্ষ বলছে, ‘দিকিলি থেকে ৫০ জন অভিবাসী নিয়ে দুইটি নৌকা ছেড়ে যাওয়ার পর সাগরে ডুবে যায়। নৌকার সকলেই ইরাক, সিরিয়া এবং আলজেরিয়ার অধিবাসী।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি