শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ডলারে নারীর ছবির প্রস্তাবে ব্যাপক সাড়া


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০১.২০১৬

old-2
ডেস্ক রিপোর্টঃ

মার্কিন যুক্তরাষ্ট্রে কাগজের মুদ্রা ডলারে এখন পর্যন্ত কোনো নারীর ছবি ছাপা হয়নি। সেই ১৮৬৬ সালে মার্থা ওয়াশিংটনের ছবি ছাপা হয় তাও তা সিলভার সার্টিফিকেটে। কোনো নারীর ছবি ডলারে যুক্ত করার জন্য দেশের নাগরিকদের মতামত দিয়ে সহায়তা করার একটি প্রস্তাবনা দেন ট্রেজারি সেক্রেটারি জেকব জে লিউ।

লিউয়ের এই প্রস্তাবনায় সাড়া দিয়ে মতামত দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের লাখ লাখ নাগরিক। এই প্রস্তাবনাটি তিনি দিয়েছিলেন গত বছরের জুনে। তার প্রশ্ন ছিল- যুক্তরাষ্ট্রের ১৯ শতকে মার্থা ওয়াশিংটনের পরে আর কোন নারীকে ডলারে সংযুক্ত করা যায়? ১৮৬৬ সালে মার্কিন সিলভার ডলারে মার্থা ওয়াশিংটনের প্রতিকৃতি সংযুক্ত করা হয়।

ডলারের নোটের নকশায় কোনো নারীর ছবি ছাপানোর এই প্রস্তাবনায় যে বিপুল পরিমাণ অপ্রত্যাশিত সাড়া পড়েছে তাতে বিপাকে পরেছেন প্রশাসনিক কর্মকর্তারা। এই মতামতের ডেডলাইন ছিল ডিসেম্বরেই। তবে জানুয়ারি শেষ হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি প্রশাসন। আর নারীদের প্রতিকৃতি সংযুক্ত হবে কি না সে সম্পর্কেও স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না।

মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারার রোজি রিওস এক সাক্ষাৎকারে বলেন, এই প্রস্তাবনায় এত সাড়া পড়বে এই বিষয়টি আমাদের অবাক করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকজন নারীর অন্তর্ভুক্ত করার মতামত পাওয়া গেছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন, যুক্তরাষ্ট্রে মৃত্যুদ- বিরোধী অভিমত দিয়েছেন এমন নারী হ্যারিয়েট তাবম্যান, ভোটাধিকার চালুর প্রবক্তা সুসান বি এন্থনি, নাগরিক অধিকারের পথিকৃৎ রোজা পার্ক ও জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রথম প্রতিনিধি ইলেয়ানর রুজভেল্ট।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি