বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ডোনাল্ড ট্রাম্প কি অদম্য?


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০১.২০১৬

image_1444_221131
ডেস্ক রিপোর্ট:

একবার এক লোক বিমানে করে নিজ দেশে ফিরছিলেন। খাবারের সময় হয়ে যাওয়ায় তাকে তিনটি খাবারের মধ্যে দুটি বেছে নিতে হলো। তিনি চিকেন এবং টমেটো পাস্তা বেক বেছে নিলেন। কিন্তু কী দুর্ভাগ্য! খাবার তার কাছে আসার আগেই টমেটো পাস্তা বেক শেষ হয়ে যায়। অবশেষে তাকে বলা হলো আপনি যদি আপনার ক্ষুধা দূর করতে চান তাহলে স্বাদহীন’স্যামন অথবা পুড়ে যাওয়া গরুর মাংসের মধ্যে যে কোনো একটা বেছে নিন। অগত্যা ক্ষুধার তাড়ানা থেকে বাঁচতে একটিকেই বেছে নিলেন ওই লোক। ওই খাবার খেয়েই বাড়ি ফেরার সুখে বিভোর থাকতে হয় তাকে।

আমেরিকার রিপাবলিকানদের অবস্থাও এখন অনেকটা বিমানের ওই লোকটির মতোই। মার্কো রুবিও, জেব বুশ, জন কাসিস অথবা ক্রিস ক্রিস্টির মতো নামকরা প্রেসিডেন্ট প্রার্থীর জায়গায় ডোনাল্ড ট্রাম্প এবং টেড ক্রুজকেই গলাধঃকরণ করতে হচ্ছে তাদের। কারণ শেষ খবর পাওয়া পর্যন্ত অন্য প্রার্থীদের চেয়ে এই দুজনেই বর্তমানে এগিয়ে রয়েছেন। আরো নির্দিষ্টভাবে বললে, এই দুজনের মধ্যে ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত মনোনয়নের দৌড়ে এগিয়ে আছেন। তবে শেষ পর্যন্ত মনোনয়ন পেয়ে গেলে ডোনাল্ড ট্রাম্পই হবেন প্রথম প্রেসিডেন্ট প্রার্থী, যিনি আগে কোনো ধরনের নির্বাচনে বিজয়ী না হয়েই সরাসরি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হবেন।

ট্রাম্পের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখেই রিপাবলিকান পার্টির অনেক রথি-মহারথি তার দিকে ঝুঁকতে শুরু করেছেন। ৯২ বছর বয়সী সিনেটর বব ডোল বলেন, টেড ক্রুজ কখনোই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে যোগ্য হবেন না। আমি না চাইলেও শেষ পর্যন্ত ক্রুজ যদি প্রার্থী হন তবে সিনেট এবং কংগ্রেসে আমাদের (রিপাবলিকান) ধরাশায়ী হতে হবে। তার মানে ক্রুজ এবং ট্রাম্পের মধ্যে দ্বিতীয় জনকেই বেছে নিতে হচ্ছে। ৩৫ বছরের নির্বাচনী অভিজ্ঞতা থেকেই সিনেটর বব এমনটা বলছেন।

আবার অরিন হ্যাচ এবং মিচ ম্যাককনেলের মতো নামকরা সিনেটরও নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের হয়েই বাজি ধরছেন।

আইওয়া অঙ্গরাজ্যের গভর্নর টেরি ব্রানসটাডকে প্রশ্ন করা হলে তিনিও বলেন, চূড়ান্ত মনোনয়নে আমি টেড ক্রুজকে পরাজিত দেখতে চাই। আমি চাই, ট্রাম্পই শেষ পর্যন্ত নির্বাচনে লড়াই করুক।

সারাহ পালিন গত সপ্তাহে ট্রাম্পকে সমর্থন করায় তার সমর্থকের সংখ্যা আরো বাড়িয়ে দিয়েছে। বিষয়টা অনেকটা এ রকম, সংবাদমাধ্যমগুলোতে সারাহ পালিনকে অতীতে বিভিন্ন সংবাদমাধ্যমে অপদস্ত করা হলেও তার সমর্থক সংখ্যা বেড়েছিল। এবার ট্রাম্পের ক্ষেত্রেও তা অনেকটা সত্যি। আমেরিকার বিভিন্ন সংবাদমাধ্যম তাকে নেতিবাচকভাবে উত্থাপন করার পরও সারাহ পালিনের মতো তারও সমর্থক বাড়ছে। এভাবে অনেকটা অদম্য গতিতেই ছুটছে ট্রাম্পের রথ।

রিপাবলিকানদের একটি অংশ ট্রাম্পকে সহ্য করতে না পারলেও অন্য অংশ ট্রাম্পেই সঁপে দিয়েছে তাদের মন-প্রাণ। এজন্য নিকটতম টেড ক্রুজ থেকে প্রায় ২০ ভাগ বেশি সমর্থন নিয়ে এগিয়ে আছেন আমেরিকার ধনকুবের (বিজনেস ম্যাগনেট) ডোনাল্ড ট্রাম্প। এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে ট্রাম্পের চূড়ান্ত মনোনয়ন ঠেকানোর কেউ থাকবেন না বলে মনে করেন বিবিসির রাজনীতি বিষয়ক বিশ্লেষক জন সপেল। অর্থাৎ, চূড়ান্ত নির্বাচনে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে এরই মধ্যে একধাপ এগিয়ে আছেন ‘মিস ইউনিভার্স’র মালিক।

ট্রাম্প যেভাবে এগিয়ে যাচ্ছেন, এতে করে চূড়ান্ত মনোনয়ন পেলে ডেমোক্রেট শিবিরের কপালেও ভাঁজ পড়বে বলে মনে করেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। কারণ সম্ভাব্য চূড়ান্ত ডেমোক্রেট প্রার্থী এবং ডোনাল্ড ট্রাম্প দুই দলের মধ্যে জনপ্রিয়তায় প্রায় কাছাকাছি। শেষ পর্যন্ত এই দুইজন নভেম্বরের নির্বাচনে আবির্ভূত হলে হাড্ডাহাড্ডি লড়াইয়েরও ভবিষ্যদ্বাণী করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এতে করে শেষ পর্যন্ত ট্রাম্প শেষ হাসি হাসলে রিপাবলিকানরা ৮ বছরের বন্ধ্যাত্বও ঘোঁচাতে পারবে বলে মত তাদের।

তবে শেষ পর্যন্ত কী হতে যাচ্ছে তা দেখতে অপেক্ষা করতে হবে আরো বেশ কিছু দিন। কারণ তখনই জানা যাবে, শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়ন পেতে যাচ্ছেন কে? তবে রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্প মনোনয়ন পেলে তা বিমানের ওই লোকের মতো ক্ষুধা নিবারণ করতে অপছন্দের খাবার খাওয়ার মতোই বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে বলেও মত অনেকের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি