বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ভূটান স্পিকারের


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০২.২০১৬

ডেস্ক রিপোর্টঃ

রাজনৈতিক, অর্থনৈতিক ও বানিজ্যিকসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে ভূটান সর্বদা বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূটানের স্পিকার লিয়নপো জিগমে জাংপো।

সোমবার জাতীয় সংসদ ভবনে হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর কার্যালয়ে তার সঙ্গে বাংলাদেশে সফররত ভূটানের ন্যাশনাল এ্যাসেম্বিলির স্পিকার লিয়নপো জিগমে জাংপো’র চার সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাতকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে রিনজিন দর্জি এমপি, জ্যাংলে ডুকপা এমপি, ভূটানের ন্যাশনাল এ্যাসেম্বিলির সেক্রেটারি জেনারেল সঞ্জয় দুবে এবং বাংলাদেশে নিযুক্ত ভূটানের রাষ্ট্রদূত পেমা সোডেন উপস্থিত ছিলেন।

সাক্ষাতকালে তারা বাংলাদেশ ও ভূটানের দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এ সময় তারা দু’দেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন। এছাড়া তাঁরা দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।

ভূটানের সংসদীয় কার্যক্রম সম্পর্কে সভাপতিকে অবহিত করে ভূটানের স্পিকার বলেন, বাংলাদেশ ও ভূটানের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক চমৎকার। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে এ সম্পর্ক আরও সম্প্রসারিত হবে এবং ভূটানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ভূটান বাংলাদেশের পাশে থাকবে।

ভূটানের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ড. মহীউদ্দীন খান আলমগীর বলেন, ভূটান বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম রাষ্ট্র। বাংলাদেশের বিভিন্ন আর্থ-সামজিক ও রাজনৈতিক ইস্যুতে ভূটান বাংলাদেশের পাশে রয়েছে। একইসঙ্গে হিসাব সম্পর্কিত সংসদীয় কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন সভাপতি। পরে প্রতিনিধি দলকে হিসাব সম্পর্কিত সংসদীয় কার্যক্রম সম্পর্কে একটি মাল্ডিমিডিয়া দেখানো হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি