বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশে বাণিজ্য বাড়াতে আসছেন হকবার্গ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০১৬

200129179-750xx3985-2246-0-0-400x271
ডেস্ক রিপোর্টঃ

যুক্তরাষ্ট্রের এক্সপোর্ট – ইমপোর্ট ব্যাংক এর চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট ফ্রেড পি. হকবার্গ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ব্যবসায়িক আদান-প্রদান বৃদ্ধি করতে দুই দিনের সফরে আজ ঢাকা আসছেন। সফরকালে তিনি বাংলাদেশ সরকারের কর্মকর্তা এবং ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে আলোচনা করবেন। আগামীকাল ৪ঠা ফেব্রুয়ারি চেয়ারম্যান হকবার্গ আমেরিকান চেম্বার অফ কমার্স এর আয়োজনে মধ্যাহ্ণভোজে তার বক্তব্য রাখবেন।

চেয়ারম্যান নবায়নযোগ্য জ্বালানী, নির্মাণ সরঞ্জামাদি, চিকিৎসা প্রযুক্তি এবং উড্ডয়ন সংক্রান্ত যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের উপস্থিতি বিশ্বে বৃদ্ধির জন্য ছয় বছর ধরে কাজ করে যাচ্ছেন হকবার্গ

২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত, চেয়ারম্যান হকবার্গ নিউ ইয়র্ক সিটিতে নিউ স্কুলের মিলানো স্কুল অফ ম্যানেজমেন্ট অ্যান্ড আরবান পলিসি এর ডিন ছিলেন। ১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি স্মল বিজনেস অ্যাডমিনিসট্রেশন এর ডেপুটি এবং পরে ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি সংখ্যালঘু এবং নারী মালিকানাধীন ক্ষুদ্র ব্যবসার ঋণ চারগুণ বৃদ্ধি করতে সাহায্য করেছেন। চেয়ারম্যান হকবার্গ দীর্ঘদিন লিলিয়ান ভারনন কর্পোরেশন এর প্রেসিডেন্ট এবং প্রধান পরিচালনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি একটি ক্ষুদ্র, পারিবারিক অন লাইন অর্ডার প্রতিষ্ঠানকে   একটি আন্তর্জাতিক, সরাসরি বিপণন কর্পোরেশন-এ রূপান্তরে নেতৃত্ব দিয়েছেন।

বাংলাদেশ নিয়ে হকবার্গের ভাবনা

বাংলাদেশে আসার উদ্দেশ্য সম্পর্কে হকবার্গ বলেন, ২০১৬ সালে আমার প্রথম আন্তর্জাতিক সফর হিসেবে চলতি সপ্তাহে আমি বাংলাদেশ ভ্রমণ করছি। কেন আমি বাংলাদেশকে বাছাই করলাম? বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি এবং ভোক্তা চাহিদার কারণে যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখানে প্রতিযোগিতা করতে চায়। বিশেষভাবে টেকসই ‘মেড-ইন-দ্য-ইউএসএ’ মানের গুণসম্পন্ন পণ্য এবং সেবার মাধ্যমে বাংলাদেশের উচ্চাভিলাষী অবকাঠামোগত বিনিয়োগ লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেশটিকে সহায়তা করতে চায়। বিশেষ করে, যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলো নির্মিত উড়োজাহাজ, যন্ত্রপাতি, স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) এবং বৈদ্যুতিক সরঞ্জামাদি নিয়ে আমরা গর্বিত। এই পণ্যগুলো সবচেয়ে নিরাপদ, পরিবেশবান্ধব এবং টেকসই হিসেবে বিশ্বব্যাপী বিবেচিত। যুক্তরাষ্ট্রের এক্সপোর্ট-ইম্পোর্ট (এক্সিম) ব্যাংক দেশটির ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো যেন বাংলাদেশে প্রতিযোগিতা করতে পারে সেজন্য সহায়তা করবে – এ ব্যাপারে আশ্বস্ত করতে বাংলাদেশ ভ্রমণকালে আমি অর্থনৈতিক, সরকারি এবং ব্যবসায়িক নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত করব।

উদাহরণ হিসেবে, বিমান এয়ারলাইন্সের চারটি দূরপাল্লার যাত্রিবাহী বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ ক্রয় করতে ২০১১ থেকে ২০১৩ সাল সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংক ৫০০ মিলিয়ন (৫০ কোটি) ডলারেরও বেশী অর্থায়ন করেছে। বাংলাদেশের অর্থনৈতিক বিকাশের ফলে নিরাপদ, স্বল্পমূল্যের এবং জ্বালানী সাশ্রয়ী আরও বেশী দূরপাল্লার উড়োজাহাজের প্রয়োজন হবে । বিমানের নতুন বোয়িং জেটগুলো সেই প্রয়োজন মেটাবে।

কিন্তু এটি ১০,০০০ মিটার দূরের দৃষ্টিভঙ্গি। এই নতুন বিমান বাংলাদেশীদের জন্য আরো কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। বিমানের বহর আধুনিক ও বিস্তৃত করতে এক্সিম ব্যাংক এবং বিমানের মধ্যে যে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব তারই অংশ হিসেবে এই বিমান কেনা। বিমান চলাচলে এবং বিশ্বে বাংলাদেশের অর্থনীতির আক্ষরিক অর্থে উন্নতিতে সময়ের সাথে এই প্রক্রিয়ায় আরো বিমান চালক, বিমান বালা ও রক্ষণাবেক্ষণ কর্মকর্তার প্রয়োজন হবে।

প্রেসিডেন্ট ওবামার মেয়াদে এক্সিম ব্যাংক যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পঁয়ষট্টি কোটি ডলারের বেশি রপ্তানি করতে সহায়তা করেছে – আগের যে কোন প্রশাসনের চেয়ে যা সবচেয়ে বেশি। ভবিষ্যতে আমি বিনিয়োগের আরো বেশি সুযোগ দেখছি। বাংলাদেশের সুযোগ হচ্ছে এখানকার ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণী, আমরা জানি যে বাংলাদেশীরা আমেরিকান বিমান, ট্রেনের বগি, এবং বৈদ্যুতিক সরঞ্জামাদি কিনতে চায় – এবং যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা এ সমস্ত সরঞ্জামাদি সরবরাহ করতে আগ্রহী।

বাংলাদেশ সরকার গুরুত্বপূর্ণ নবায়নযোগ্য জ্বালানী বিষয়ক পরিকল্পনা গ্রহণ করেছে, যার মধ্যে বায়ু ও সৌরশক্তি প্রযুক্তি মূল প্রতিপাদ্য। যেহেতু বাংলাদেশ বড় বড় নবায়নযোগ্য জ্বালানী প্রকল্পে বিনিয়োগ করার কথা ভাবছে, আমরা এক্সিম ব্যাংক উক্ত প্রকল্পগুলোতে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যেন প্রতিযোগিতামূলক অবস্থানে থাকে সে ব্যাপারে সহায়তা করব। আমাদের কাজ হচ্ছে বিদেশি বাজারে বিনিয়োগের ঝুঁকি কমানো যেন যুক্তরাষ্ট্র বাংলাদেশী গ্রাহকদের সাথে অংশীদারিত্বের মাধ্যমে বড় ধরনের সুযোগ কাজে লাগাতে পারে।

আমরা জানি প্রতিযোগিতা অনেক কঠিন। আমি আত্মবিশ্বাসী এই প্রতিযোগিতামূলক অর্থায়ন উচ্চমানের আমেরিকান পণ্য ও সেবা পাওয়ার প্রভাবক হিসেবে কাজ করবে যার মাধ্যমে এ দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখবে। আমরা চাই যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেন এই প্রতিশ্র“তিশীল বাজারে প্রতিযোগিতা করতে পারে।

আমি গর্বিত যে বাংলাদেশে সুযোগগুলো কাজে লাগাতে যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেন কার্যকরভাবে প্রতিযোগিতা করতে পারে সে ব্যাপারে এক্সিম সাহায্য অব্যাহত রাখবে। আমি বাংলাদেশের এবং দক্ষিণ এশিয়ার নতুন ও পুরাতন বন্ধু ও সহকর্মীদের সাথে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী যেন একত্রে আমরা মধ্যবিত্তদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারি ও আমাদের সকলের এই দায়িত্ববোধ পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করতে পারি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি