শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চায় পাকিস্তান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০১৬

bdn24-4081-400x266
ডেস্ক রিপোর্টঃ

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, পাকিস্তান সবসময় বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখতে চায়। পাকিস্তানে অবস্থানরত বাংলাদেশের কূটনীতিকদের যথাযথ সৌজন্যতা ও সুযোগ-সুবিধা দেয়া হয়। বাংলাদেশের কাছ থেকে পাকিস্তানের প্রত্যাশাও একই।

শুক্রবার ইসলামাবাদে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র সাংবাদিকদের এ কথা বলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তাকে সম্প্রতি অপহরণ করা হয়। একইভাবে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তা নিখোঁজ হওয়ার পর আবারো ফিরে আসেন। বাংলাদেশ কর্তৃপক্ষ এ ব্যাপারে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে তলব করেছে। কিন্তু পাকিস্তান তা করেনি কেন?

মুখপাত্র বলেন, বিভিন্ন ইস্যুতে কথা বলার জন্য গত ২ ফেব্রুয়ারি আমাদের হাইকমিশনারকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছিল। এতে হাইকমিশনার পাকিস্তানি কর্মকর্তাকে আটক করে রাখার প্রসঙ্গটি উত্থাপন করেছেন।

১৯৭১ সালে পাকিস্তানকে সমর্থন দেয়ার অভিযোগে বাংলাদেশে আরো দুই ব্যক্তিকে মৃত্যুদ- দেয়া হয়েছে। এর আগে পাকিস্তান এ ধরনের শাস্তির নিন্দা জানিয়েছে। সর্বশেষ দ-াদেশ সম্পর্কে পাকিস্তানের অবস্থান কিÑ প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন, বাংলাদেশে যখনই এ ধরনের দ-াদেশ কার্যকর করা হয়েছে পাকিস্তান উদ্বেগ প্রকাশ করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি