শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রধানবিচারপতির সঙ্গে যেখানে একমত নন এটর্নি


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০২.২০১৬

1451660059-copy-400x315
ডেস্ক রিপোর্টঃ

বিচারকদের অবসরে যেয়ে রায় লেখার ব্যাপারে সম্প্রতি প্রধান বিচারপতির বক্তব্য প্রসঙ্গে এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, প্রধান বিচারপতি তার এক বছর পূর্তি উপলক্ষ্যে ওয়েবসাইটে একটা মন্তব্য করেছিলেন। সেই মন্তব্য নিয়ে যখনি তোলপাড় শুরু হলো আমি নিজেই একদম স্পষ্টভাবে বললাম, আমরা এ বিষয়ের সঙ্গে একমত নই।

আর এটাতো প্রধান বিচারপতি কোন রায় দিয়ে কথা বলেন নাই, শুধু তার অভিমত ব্যক্ত করেছেন। এ বিষয়ে আমার সঙ্গে আইনমন্ত্রীও একই কথা বলেছেন যে, না, আমরা এটার সাথে একমত নই। এবং সেখানেই সেই বিষয়টা শেষ হয়ে গেছে। তারপরে প্রধান বিচারপতিও আর কিছু বলেন নাই, আমরাও আর কিছু বলছি না। কথাটা অভিমত পর্যায়েই আছে। এবং অভিমত পর্যায় থেকেই শেষ হয়ে গেছে। তার পরেও বিষয়টি নিয়ে একতরফাভাবে নানা রকম কথাবার্তা বলা, কাদা ছোঁড়াছুড়ি করা, চরিত্র হনন করা, এ বিষয়গুলো খুবই দুঃখজনক।

এই প্রসঙ্গ বন্ধ হওয়া সম্পর্কে এটর্নি জেনারেল বলেন, যারা এই বিষয়টি নিয়ে এতো কাদা ছোঁড়াছুড়ির চেষ্টা করছিলো তাদের বিষয়ে আমি স্পষ্টভাবে বলি, বিএনপির কিছু নেতারা বলছিলেন, সংবিধানের ‘১৩তম সংশোধনের রায় এটা কোন ইফেক্টিভ না, এটা বাতিল হয়ে গেছে’। এটাইতো তাদের কথা ছিল! এটা সম্পর্কে আমার পরিষ্কার বক্তব্য হলো, ‘ যখন রায়টা ঘোষিত হয়েছে তখন খায়রুল হক সাহেব বিচারপতি পদে আসীন ছিলেন। তখনই এটা ঘোষিত হয়েছিলো এবং সংক্ষিপ্ত রায়ে সবাই সইও করেছিলেন’।

এটর্নি জেনারেল আরও বলেন, ‘খায়রুল হক সাহেবের রায় ছাড়াও এই মামলায় বিচারপতি সিন্হা, যিনি এখন প্রধান বিচারপতি পদে দায়িত্ব পালন করছেন তিনি রায় দিয়ে বলেছেন, “১৩তম সংশোধনে এই অনির্বাচিত লোকের হাতে রাষ্ট্রক্ষমতা দেওয়া হয়েছিলো এটা অবৈধ, এটা হতে পারে না”। এ সম্পর্কে ওনারা কোন কথা বলছে না। ওনারাতো একটা বক্তব্য দিয়ে শুধু হইচই করছেন। কিন্তু পুরো রায়টা কে কে দিয়েছে, রায়টা কবে সই হয়েছে এসমস্ত বিষয়গুলোতো ওনারা দেখছেন না।

নানা রকম কথাবার্তা বলা, কাদা ছোঁড়াছুড়ি বন্ধ প্রসঙ্গে এটর্নি জেনারেল বলেন, এগুলো বন্ধের ব্যবস্থাতো ইতোমধ্যে হয়েই গেছে। প্রধান বিচারপতি বলেছেন, মামলাগুলোর রায় দিয়ে দিতে, ফাইলগুলো ফেরত দিতে। বিচারপতি চৌধুরীতো ইতোমধ্যে ফাইলগুলো ফেরত দিয়ে দিয়েছেন। এবং যদি আরো কিছু রায় থেকে থাকে সেটা আমাদের অফিস বলবে যে,আরো রায় রয়ে গেছে তখন এই রায় ফেরত দেওয়ার পরিপ্রেক্ষিতে রায়গুলো টাইপ হয়ে ওনার কাছে যাবে তারপর উনি সই করবেন, তারপর এই বেঞ্চে অন্যান্য যে বিচারপতিরা ছিলেন তারা সই করবেন। বিষয়টি মিটে গেলো।

কিন্তু এই জিনিষটা উত্থাপিত হয়ে একটি বিষয় ভালো হয়েছে। সেটা হলো আমাদের বিচারালয়ে অনেক বিচারপ্রার্থী দিনের পর দিন রায়ের জন্য ঘুরে বেড়াত, সেই বিষয়টির পরিসমাপ্তি হলো। প্রধান বিচারপতি বিষয়টি উত্থাপন করায় একটা জিনিষ লাভ হয়েছে যে কোন বিচারপতি কোন রায় আর এভাবে ফেলে রাখবেন না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি