বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


গত তিন মাসে ফেসবুকে যা পোস্ট করেছিল তনু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০১৬

Tonu-SM20160329210153
পূর্বাশা ডেস্কঃ
‘ও মন পাখি, ও মন পাখি,
শুধু একটা বার ফিরে তাকা,
গেলি চোখ ছুয়েঁ বড় কাছ দিয়ে,
আর বুকটা করে গেলি ফাকা’
tonu5
গত ১২ ফেব্রুয়ারি ফেসবুকে দেয়া সোহাগী জাহান তনুর দেয়া একটি পোস্ট। রান্না করা, বেড়ানো আর বই পড়তে ভালোবাসতো তনু। কি কি বই পড়লো, কি রান্না করলো আর কবে কোথায় গিয়েছিলো বেড়াতে এসব ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করতো প্রতিনিয়ত। ভালোবাসতো গান আর মন স্নিগ্ধ করা কবিতা।
মাঝে মাঝে ফেসবুকে প্রকাশও করেছে কিছু কিছু কবিতা।
tonu4
‘বৃক্ষ লতা গাছপালা সবুজ তরু ছায়া মেলা।
দুপুর বেলা গাছের ছায়া শীতের সকালে রোদের খেলা।
গাছ গুলো দুলে সারা বেলা,
বাতাসের সাথে করে খেলা,
গাছের ডালে পাখি ডাকে
সবুজ পাতার আড়াল থেকে পাখির ডাক
ভালো লাগে শীতের এই সকালটাতে…..শুভ সকাল’
তনুর ফেসবুকের এই কবিতাটাই বলে দেয় কবিতা লেখায় কতটা পাকা ছিলো তনু। শুধু কবিতাই না, গান করা আর গীটার বাজাতেও পছন্দ করতো তনু।
tonu8
জীবনে প্রথমবারের মতো একটা গীটার বাজানোর ভিডিও আপলোড করেছিলো ফেসবুকে। ভাগ্যের কি নির্মম পরিহাস। এটাই যে তনুর জীবনের শেষ গীটার বাজানো হয়ে থাকবে, তা কে জানতো ?
tanu2
বাবা মাকে ভালোবেসে মায়ের সাথে ছবি আর বাবার ছবি একে ফেসবুকে প্রকাশ করে তনু। বলা যায় বাবা-মার আদরের মেয়ে ছিলো তনু। বাবা মার প্রতি তনুরও ভালোবাসার কমতি ছিল না।
tonu-hotakando
ভ্যলেন্টাইনস ডে’তে তনুর এই ফেসবুক স্ট্যাটাসটাই তার প্রমাণ: “ভালোবাসা উচিত তাকে যে তুমার মুখে হাসি ফুটাতে চায়♥♥♥♥ যার কাছে তুমার মূল্য আছে…..♠♠ যে সব সময় তুমার ভালো চায়…♣♣ ♥♥♥♥♥ আমার মতে বাবা-মার চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারে না….আর যদি হয় তবে হাজারে কয়েক জন…মাএ♣ তাই বাবা-মা কে বেশি ভালোবাসা উচিত….” জুই নামের যেই ছোট্ট বাচ্চা মেয়েটাকে পড়াতো তনু, তাকে মিস করার অনুভুতিও প্রকাশ করেছিলো তনু।
tonu7
মায়ের কাছ থেকে কলমগুলো উপহার পেয়েছিল। সেই ছবি ফেসবুকে প্রকাশ করে নিজ অনুভুতি প্রকাশ করেছিলো তনু। চট্টগ্রাম যাওার পথে বান্ধবিদের ছবি প্রকাশ করেছিল তনু।
tonu3
চট্টগ্রাম যাওয়ার পথে আত্মীয়ের সাথে তনুর তোলা ছবি।চট্টগ্রাম যাওয়ার পথে তনুর নিজের তোলা ছবি। নিজ কলেজে বন্ধুদের সাথে কাজ শেষে ছবি তুলে প্রকাশ করেছিল ফেসবুকে।
tonu6
তনুর প্রিয় ছাত্র-ছাত্রী। তনুর ফেসবুক টাইমলাইন থেকে সংগ্রহিত। প্রিয় ছাত্র ছাত্রীদের অনেক ভালোবাসতেন তনু। সিলেটের চা বাগানে বেড়াতে গিয়ে ছবিটি তুলেছিল তনু। তনুর ফেসবুক থেকে সংগৃহিত। এটিই তার শেষ পোস্ট। এছাড়াও বিভিন্ন সময় বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার ছবি, নিজ হাতে রান্না করার ছবি এমনকি মাঝে মাঝে ধর্মীয় ছবি প্রকাশ করেছিল ফেসবুকে। তনু কতটা সুন্দর মনের অধিকারী ছিলো তা তনুর ফেসবুকে একটু ঘুরে আসলেই বোধ হয় বুঝে যাবেন এক মূহুর্তেই। বন্ধুদের কাছে অনেক প্রিয় এবং ভালো বন্ধু হিসেবেই পরিচিত ছিলো তনু। বন্ধুদের সাথে বিভিন্ন মূহূর্ত শেয়ার করা, মনের অনুভুতি প্রকাশ করা এব খুনশুটি করে কাটানো মূহুর্তগুলো ভালোই উপভোগ করতো তনু।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি