বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


পথিকৃত কুমিল্লায় অন্যতম সংযোজন কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৫.২০১৬

dsfgh

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ

শিক্ষা ও সংস্কৃতির পাদপিঠ কুমিল্লার শিক্ষা জগতের অন্যতম সংযোজন কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ । ২০১৪ সালের ডিসেম্বরে কুমিল্লা নগরীর রাজবাড়ি কম্পাউন্ডে যাত্রা শুরু করা এ শিক্ষা প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে ।

এক সময় অভিভাবক ও শিক্ষার্থীরা ভর্তির জন্য দুয়েকটি সরকারি স্কুল ব্যতিত অন্য কোন প্রতিষ্ঠানের কথা চিন্তে করতো না। সেই চিন্তে-ধারনায় এখন পরিবর্তন এসেছে। জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল কুমিল্লায় যোগদানের পর একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করেন। যেটিকে ঘিরে এখন কুমিল্লাবাসী স্বপ্ন দেখছে। জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল নিজেই এ স্কুলের সকল কার্যক্রম স্বয়ং পরিদর্শন করে ও সিসিটিভির মাধ্যমে মনিটরিং করছেন। পাশাপাশি স্থানীয় সরকারের উপ-পরিচালক এ কে এম মামুনুর রশীদ, অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান তালুকদার, এনডিসি রাকিব হাসানও এ প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করেন। আর এ শিক্ষা প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করছেন অধ্যক্ষ নার্গিস আক্তার।

DSC_0086

সোয়া ২ শত বছরের প্রাচীন কুমিল্লা কালেক্টরেট এর বহমান ধারায় কুমিল্লা জেলায় সরকারি কর্মকর্তা/কর্মচারি এবং কুমিল্লার সাধারণ জনগণের সন্তানদের মানসম্মত ও তথ্যÑপ্রযুক্তি নিভর্র শিক্ষা প্রদানের লক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোলের উদ্যোগে নগরীর রাজগঞ্জে (মনোহরপুর মৌজায়) ১ একর পরিত্যক্ত খাস জমিতে ১ হাজার ১ টাকা প্রতীকি মূল্যে বন্দোবস্তক্রমে কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ স্থাপন করা হয়। গত ২০১৪ সালের ১৯ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডা: কামাল আবদুল নাসের চৌধুরী কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উদ্বোধন করেন। বর্তমানে ৯ টি শ্রেণী কক্ষে ১১ জন শিক্ষক এবং ৫০৩ জন ছাত্র-ছাত্রী নিয়ে স্কুলের কার্যক্রম চলমান রয়েছে। প্রতিষ্ঠালগ্নে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে ২৭৪ জন শিক্ষার্থী ছিল। চলতি বছরই অষ্টম শ্রেণি পর্যন্ত এটিকে বর্ধিত করা হয়। সেই সাথে শিক্ষার্থীর সংখ্যাও বৃদ্ধি পায়।

এ শিক্ষা প্রতিষ্ঠানের সুশিক্ষা নিশ্চিত করতে শ্রেণিকক্ষে ও বাইরে ১২টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে কুমিল্লা জেলা প্রশাসন। এর পূর্বে কুমিল্লার কোন শিক্ষা প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়নি। জেলা প্রশাসক কার্যালয় থেকে এ প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল স্বয়ং নিজেই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করছেন। এছাড়া সহ:সভাপতি ও অধ্যক্ষও সিসিটিভির মাধ্যমে শিক্ষা কার্যক্রম মনিটরিং করছেন।

DSC_0129

এ প্রতিষ্ঠানের শিক্ষার মান্নোয়নের জন্য অধ্যক্ষ নার্গিস আক্তার অভিভাবকদের নিয়ে প্রতি মাসে একটি সভা করেন। ওই সভায় শিক্ষার মান উন্নয়ন , শিক্ষকের পাঠদান, ছাত্র ছাত্রীদের আলাদা আলাদা বিষয় ভিত্তিক র্দুবলতা , শিক্ষার্থীদের অনুপস্থিতি , এক্সট্রা কারিকুলার ও শিক্ষার্থীদের কর্মকান্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া শিক্ষার্থীদের শিক্ষাগত মানোন্নয়নে হাতের লেখা, বাড়ির কাজ, ক্লাস টেস্ট, সাপ্তাহিক টেস্ট, মাসিক টেস্ট, সাধারন জ্ঞান ক্লাস, বাড়ির কাজের প্রতি যতœ নেওয়া, দুর্বল শিক্ষার্থীদের বাড়ি পরিদর্শন এর ব্যবস্থা , বিশেষ ক্লাসের ব্যবস্থা, মাল্টিমিডিয়ার মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে । এছাড়া পড়া আদায়ে বাধ্যবাধকতা, শিক্ষক ও শিক্ষার্থীর কাজের জবাবদিহিতা, শিক্ষার্থীর দৈনন্দিন জীবনের পরিকল্পনা, নৈতিকতার প্রতি বিশেষ যতœ নেয়া, কারিকুলার এক্টিভিটিজ এর উপর জোর দেয়া, গর্ভণিং বডির সার্বক্ষনিক তৎপরতা । সিসি ক্যামেরার মাধ্যমে শ্রেণি কার্যক্রমসহ যাবতীয় দিক পরিদর্শন করা হয়। এছাড়া প্রতিষ্ঠালগ্ন থেকে মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেয়া ও বায়োমেট্রিক পদ্ধতিতে শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতি নিশ্চিতকরনের ব্যবস্থা চালু রয়েছে। এ সব দিক থেকে কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ বেশ ইতিবাচক অবস্থানে রয়েছে।

DSC_0095

কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নার্গিস আক্তার জানান, জেলা প্রশাসক মহোদয়ের পরামর্শ ও দিক-নির্দেশনায় কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ কাংখিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। আমরা শিক্ষার মান উন্নয়নে বছরব্যাপি পরিকল্পনার অংশ হিসেবে অভিভাবক সমাবেশ, বাড়ির কাজ, আলাদা বিশেষ ক্লাসের ব্যবস্থা করেছি। দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা রয়েছে। সপ্তাহে ৬ দিনই এ বিশেষ ক্লাস নেয়া হয়। আগামী বছর থেকে নবম শ্রেণি চালু করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ প্রতিষ্ঠান শিক্ষার পাশাপাশি রাষ্ট্রীয় সকল কর্মসূচী সফলভাবে পালন করছে।

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল জানান, পথিকৃত কুমিল্লায় একটি মানসম্মত বিজ্ঞানভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান গড়া ও দেশপ্রেমিক তরুন সমাজ সৃষ্টি করার লক্ষ্যেই এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। ১ একর পরিত্যক্ত খাস জমিতে ১ হাজার ১ টাকা প্রতীকি মূল্যে এ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। পাশাপাশি কুমিল্লাবাসীকে অভিনন্দন আমাদের সহযোগিতা করার জন্য।

তিনি আরো বলেন, আমরা শিক্ষাদানের পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল কার্যক্রম বিশেষ করে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহনে অনুপ্রাণিত করছি। আধুনিক শিক্ষায় আমরা ডিজিটাল পদ্ধতি প্রয়োগ করার লক্ষ্যেই কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রতিষ্ঠিত করেছি। এই শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম , শিক্ষার্থী ও শিক্ষকদের শিক্ষা কার্যক্রম মনিটরিংয়ের মাধ্যমে একটা উন্নততর অবস্থায় নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা এ প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মূলত স্কুলের সার্বিক কার্যক্রম মনিটরিং করার জন্যই এ ডিজিটাল প্রযুক্তিকে স্কুলের কক্ষে স্থাপন করেছি। এর ফলে স্কুলের শিক্ষা কার্যক্রমসহ সার্বিক কার্যক্রম মনিটরিং সহজতর হবে। স্বচ্ছতা-জবাবদিহীতা ও উন্নততর শিক্ষা নিশ্চিত করতে এ প্রযুক্তি কার্যকর ভূমিকা পালন করছে বলে আমি মনে করি। আমি আশা করি অচিরেই কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ পথিকৃত কুমিল্লায় একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠের আসনে অধিষ্ঠিত হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি