শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


দিল্লি দূষণের সব চেয়ে বড় কোম্পানিকে সরকার বিশ্বাস করছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৮.২০১৬

url-36

গোলাম মোর্তোজা : যে দেশ রডের পরিবর্তে বাঁশ দিয়ে ব্রিজ, সড়ক, বিল্ডিং বানায়, সেই দেশ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে, কিন্তু পরিবেশ দূষণ হবে না! আজ পর্যন্ত পৃথিবীর কোথাও যা সম্ভব হয়নি, তা বাংলাদেশে সম্ভব হবে!!

কাজটি করে দেবে ভারতের এনটিপিসি কোম্পনি। ভারতের ‘সেন্টার ফর সায়েন্স এন্ড এনভায়রমেন্ট’ গবেষণা প্রতিষ্ঠান এবছরের প্রথম দিকে একটি রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্টে ‘এনটিপিসি’কে দুষণ প্রতিরোধে সবচেয়ে নিম্নসারির কোম্পানি হিসেবে চিহ্নিত করা হয়েছে। দিল্লি যে পৃথিবীর সবচেয়ে দুষিত নগরীর মর্যাদা পেয়েছে, তার পেছনে সবচেয়ে বড় অবদান এনটিপিসি’র। সেই কোম্পানিকে সরকার বিশ্বাস করছে, জনগণকে বিশ্বাস করতে এবং আস্থা রাখতে বলছে।

সুন্দরবনের কাছে তারা দুষণমুক্ত কয়লা বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে দেবে। যেখানে ভারত নিজের দেশে এমন একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমতি দেয়নি। নিজেদের একজন বিজ্ঞানি তো নেই-ই, কোনো কারিগরি সামর্থও নেই। কিন্তু পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করব! সব কিছু রাশিয়া করে দেবে এবং এতে নাকি কোনো দূর্ঘটনা ঘটবে না। রাশিয়া নিজে দূর্ঘটনা ঠেকাতে পারে না, পারে না জাপান এমনকি আমেরিকাও। আর রাশিয়া আমাদের এমন অভিনব জিনিস তৈরি করে দেবে, দূর্ঘটনা নাকি ঘটবেই না!

কয়লা বিদ্যুৎ কেন্দ্রের মত এটাও সরকার বিশ্বাস করছে, জনগণকে বিশ্বাস করতে বলছে! বিদ্যুৎ দরকার, বেঁচে থাকাটা মোটেই দরকারি কিছু নয়!!

(গোলাম মোর্তোজার ফেসবুক স্ট্যাটাস)



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি