শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


অপরাধ দমন না হলে এ ধরনের ঘটনা বাড়তেই থাকবে: অধ্যাপক আনিসুজ্জামান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১০.২০১৬

00-110-58-550x310

পূর্বাশা ডেস্ক:

সিলেটে কলেজছাত্রী খাদিজাকে নির্মমভাবে আঘাতের দৃশ্য আমরা দেখেছি। সমাজে এখন এ ধরনের নিপীড়নের ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের জঘন্য ঘটনা মানুষ প্রত্যক্ষ করে কিন্তু ঝুঁকি নিয়ে কেউ এগিয়ে যায় না ক্ষতিগ্রস্তকে রক্ষা করতে। কারণ আমরা সবাই নিজের নিরাপত্তার কথাই আগে ভাবছি-এমন মন্তব্য করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আনিসুজ্জামান। তিনি বলেন, অনেক সময় এ বিষয়ে কাউকে দোষও দেওয়া যায় না। কিন্তু এমনটি চলতেও তো দেওয়া যায় না। এ বিষয়ে সবাইকে এগিয়ে আসা দরকার। এগিয়ে না এলে দুর্বৃত্তরা কখনোই নিজেদের সংযত করবে না।

তিনি আরও বলেন, নিশ্চয়ই এই ঘটনা সামাজিক মূল্যবোধের অবক্ষয়েরই ফল। আমরা যৌথ কর্তব্যবোধে উৎসাহিত হই না। একসময় মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে অপরাধ দমন করত, অপরাধীদের বিচার নিশ্চিতে সহযোগিতা করত। এখন আর এমনটি কেউ করে না। কারণ জীবনের নিশ্চয়তা নিয়ে তারা শঙ্কিত থাকেন। তার কিছু হলে  পরিবারকে দেখার কেউ নেই। তাই সবসময় মানুষকে দোষ দেওয়া যায় না। কিন্তু এগিয়ে আসতে হবে, ঝুঁকি নিতে হবে, অপরাধীদের থামাতে হবে।

বিশিষ্ট এই শিক্ষাবিদ বলেন, সমাজ তো ব্যক্তিকে নিয়ে, ব্যক্তির সমষ্টিকে নিয়েÑ তাই না? এখন সমাজের সবাই তো এরকম করছে না, কেউ কেউ করছে। কিন্তু যারা অপরাধ করছে অন্যরা যদি তাদের দমন না করে, তাহলে এ ধরনের ঘটনা বাড়তেই থাকবে।

এ ধরনের সন্ত্রাস প্রতিরোধ-প্রতিকারের উপায় কি জানতে চাইলে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। সামাজিক প্রতিরোধ গড়ে না তুললে কোনো প্রতিকার পাওয়া যাবে না। অপরাধীকে হয়তো শাস্তি দেওয়া সম্ভব হবে কিন্তু ঘটনার রোধ করা যাবে না। সামাজিক প্রতিরোধ বলতে আমি বুঝিÑ যারা এ ধরনের কাজ করছে, তাদের পরিবার থেকে, আশপাশের পাড়া প্রতিবেশী সবাই মিলে যদি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই তাহলে ওরা কখনোই এ ধরনের কাজ করতে উদ্ধুদ্ধ হবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি