মঙ্গলবার,২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মানুষের রুচির বিকাশে বইয়ের বিকল্প নেই: অর্থমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১২.২০১৬

1482911105

পূর্বাশা ডেস্ক:

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, মানুষের রুচির বিকাশ করতে বইয়ের কোনো বিকল্প নেই। সৃজনশীল প্রকাশকেরা ওই বই প্রকাশ করে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে বক্তৃতা করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, কলকাতার বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় ও লেখক-গবেষক ইমানুল হক। সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি ওসমান গণি। অনুভূতি প্রকাশ করেন নতুন সভাপতি মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি কর্তৃক প্রকাশিত ২০১৬ সালের সম্মিলিত গ্রন্থ তালিকার মোড়ক উন্মোচন করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি