বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কত বড় নোট কোন দেশে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০১.২০১৭

146045_1_16573
ডেস্ক রিপোর্টঃ

৫০০ ও হাজার রুপির নোট বাতিলের প্রভাব এখনো ভারতের অর্থনীতি ও রাজনীতিতে বিদ্যমান। এ প্রভাব অর্থনীতিতে যতটা পড়েছে তার থেকেও বেশি পড়েছে রাজনীতিতে। এ নিয়ে এখনো বিতর্ক চলছে। ভারত ছাড়াও এ বছর ভেনিজুয়েটা বাজার থেকে তাদের দুটি নোট প্রত্যাহার করেছে। তবে এই নোট বাতিল বিতর্কের ডামাডোলের মধ্যে জেনে নেওয়া যাক বিশ্বে উন্নত কোন দেশে কত বড় অংকের নোট রয়েছে।

ডলার: বিশ্বে সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী মুদ্রার নাম ডলার। বিশ্বের বাজার দাপিয়ে বেড়ায় মার্কিন ডলার। অন্যান অনেক দেশের মুদ্রার যে ডলার দাম কম হলে এর প্রভাব সবচেয়ে বেশি। মার্কিন ডলারের সবচেয়ে বড় নোট হলো ১০০ ডলারের। যার মূল্যমান বাংলাদেশি টাকার অংকে আট হাজার টাকার বেশি।

ইউরো: ইউরোপীয় দেশেগুলোর মধ্যে অভিন্ন মুদ্রা হচ্ছে ইউরো। এ মুদ্রাতেই নানা নিজেদের মধ্যে লেনদেন করে। এক ইউরো সমান বাংলাদেশি টাকায় ৮২.৮৭ টাকা। ইউরোর সবচেয়ে বড় নোট হলো ৫০০ ইউরোর।

ইয়েন: দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ জাপান। এর নোটের নামই ইয়েন। এ মুদ্রায় সবচেয়ে বড় নোট হলো ১০ হাজার ইয়েনের। এর দাম বাংলাদেশি টাকায় ৬৬৭. ৩৭ টাকা। ১ ইয়েনের মূল্য .৬৭ পয়সা।

রুবেল: রাশিয়ার মুদ্রার নাম রুবেল। এ মুদ্রায় সবচেয়ে বড় নোট হল ৫০০০ রবেল। টাকায় হিসেবে এর পরিমাণ দাঁড়ায় ১৩২০. ০৫ টাকা। রাশিয়া এ মুহূর্তে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হলেও এর মুদ্রার মূল্যমান খুব বেশি নয়। অন্তত ডলারের তুলনায় তো নয়।

পাউন্ড: কিছুদিন আগেও ব্রিটেনে ইউরোর চল ছিল। তবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ায় এখন ব্রিটেনে শুধু পাউন্ডই প্রধান মুদ্রা। ইংল্যান্ডের নোট ব্যবস্থায় সবচেয়ে বড় নোট হল ৫০ পাউন্ডের। ১ পাউন্ডের বাংলাদেশি মূল্যমান ৯৬.৭৩ টাকা। আর ৫০ পাউন্ডের দাম টাকায় দাড়ায় ৪৮৩৬.৫৫ টাকা।

রিয়াল: লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের মুদ্রা হচ্ছে রিয়াল। ১ রিয়ালের দাম বাংলাদেশি টাকায় ২৪. ৪০ টাকা। আর সবচেয়ে বড় নোট ১০০ রিয়ালের। এর মূল্যমান দাড়ায় ২৪৪০.১২ টাকা।

ইউয়ান: এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ চীন। চীনের মুদ্রা ইউয়ান। সবচেয়ে বড় নোট হল ১০০ ইউয়ানের। ১ ইউয়ানের দাম হল ১১.৩৭ টাকা। সেই হিসাবে ১০০ ইউয়ানের মূল্যমান ১১৩৭.১৭ টাকা।

টাকা: বাংলাদেশি মুদ্রার হচ্ছে টাকা। টাকার সবচেয়ে বড় নোট হাজার টাকার।

রুপি: ভারতীয় মুদ্রার নাম রুপি। ২ হাজার রুপির নোট হচ্ছে সবচেয়ে বড়। গত বছর এ নোট বাজারে ছাড়া হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি