বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


আবারো জোরদার হচ্ছে ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ কার্যক্রম


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০১.২০১৭

Varatiya-Form-550x380
ডেস্ক রিপোর্টঃ

রাজধানীতে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ নিয়ে কম পানি ঘোলা হয়নি। ভাড়াটিয়ার তথ্য না রেখে বাড়িমালিক ফেঁসে যাওয়ার ঘটনা ঘটে। তথ্য সংগ্রহ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখায় বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা। পুলিশের বিরুদ্ধে ব্যক্তিগত এসব তথ্যকে হয়রানির হাতিয়ার করার অভিযোগও করেন কেউ কেউ। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। আবারো রাজধানীর নতুন ভাড়াটিয়ার তথ্য সংগ্রহে নামছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এরই মধ্যে নতুন ভাড়াটিয়াদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সব থানার ওসিকে নির্দেশ দিয়েছেন কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। এমনকি গত ৯ জানুয়ারি ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায়ও বিষয়টি নিয়ে আলোচনা হয়। ডিএমপির সার্বিক অপরাধ পর্যালোচনার ওই সভায়ও কমিশনার এই বিষয়ে মৌখিক নির্দেশ দেন পুলিশদের।

যদিও ডিএমপির পক্ষ থেকে বলা হচ্ছে, ‘নতুন ভাবে কাজ শুরুর কিছু নেই। এটি ডিএমপির চলমান প্রক্রিয়া। জঙ্গি দমন এবং নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে এই কাজ এক বছর ধরেই চলছে।’

তবে এবার অভিন্ন ফরমে তথ্য সংগ্রহ এবং সর্টিং করা হবে বলে জানা গেছে। কারণ গত বছর তথ্য ফরম নিয়ে প্রশ্ন তুলেছিল কিছু বাড়ির মালিক ও ভাড়াটিয়া। তাদের বক্তব্য ছিল, নিরাপত্তার স্বার্থে পুলিশকে সব ধরনের তথ্য দিয়েছেন তারা। তবে দেখতে একই এক পাতার তথ্য ফরমটি কোনটা ভাড়াটিয়ার আর কোনটা বাড়িওয়ালার তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে তৈরি হয়েছে। এক্ষেত্রে থানা পুলিশের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পায়নি বলেও অভিযোগ করেন বাড়িওয়ালা ও ভাড়াটিয়ারা।

ডিএমপি সূত্রে জানা গেছে, জঙ্গি তৎপরতা ঠেকাতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকায় বসবাসরত নাগরিকদের তথ্যভা-ার তৈরি করছে ডিএমপি। এই তথ্যভা-ারে ঢাকায় স্থায়ী এবং অস্থায়ীভাবে বাস করা ভূমির মালিক (বাড়িওয়ালা) এবং ভূমি ব্যবহারকারী (ভাড়াটিয়া) উভয়ের সকল তথ্য থাকবে। যাতে সহজেই যে কোনো প্রয়োজনে পুলিশের তথ্য পেতে সমস্যা না হয়।

কিন্তু ঢাকার একাধিক থানা এলাকা ঘুরে দেখা যায়, বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের জন্য আলাদা আলাদা ফরম তৈরি করেছে থানা পুলিশ। তবে বিশেষ পার্থক্য না থাকলেও একই ধরনের ভুল দেখা গেছে তথ্য ফরমে। পল্টন থানা থেকে তৈরি করা তথ্য ফরমে দেখা যায়, বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের জন্য আলাদা না করে একটি মাত্র ফরমে নেয়া হচ্ছে তথ্য। তথ্য ফরমের উপরে লেখা, ‘ভাড়াটিয়ার তথ্য ফরম’। উপরে ছবির ঘরেও চাওয়া হয়েছে ভাড়াটিয়ার ছবি। তবে নিচেই নামের ঘরে লেখা ‘বাড়িওয়ালা কিংবা ভাড়াটিয়ার নাম’। আবার সবশেষে স্বাক্ষরের ঘরে চাওয়া হয়েছে ভাড়াটিয়ার স্বাক্ষর। ফরমটির মাঝখানে পরিবার/মেসের সঙ্গী বা সদস্যদের বিবরণের ঘর মাত্র তিনটি। যাদের তিনের অধিক পরিবারের সদস্য কিংবা মেসের সঙ্গী তারা কিভাবে তথ্য ফরমটি পূরণ করবে সে বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে।

আবার বেশির ভাগ এলাকায় তথ্য ফরমের উপরে লেখা, ‘ভাড়াটিয়ার নিবন্ধন ফরম’। কিন্তু কোথায় বাড়ি ওয়ালার জন্য ফরম দেখা যায়নি। কিন্তু ফরমে বাড়িওয়ালাদেরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। অথচ ফরমে ছবি চাওয়া হয়েছে ভাড়াটিয়ার।

এবার এসব অসঙ্গতি দূর করে নির্ভূল তথ্য ফরম তৈরি করা হবে বলে ডিএমপি সূত্র জানিয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট থানার ওসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানা গেছে। এছাড়া ডিএমপি থেকে একটি ফরমেট তৈরি করা হয়েছে। বিভিন্ন থানা বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করলেও তথ্য চূড়ান্ত সংগ্রহের সময় নির্দিষ্ট ফরমেট ব্যবহার করা হবে।

ঢাকা মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের শুরুর দিকে রাজধানীতে আলোচিত বেশক’টি হত্যার ঘটনা ঘটে। হত্যাকা-ের সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। যারা ভাড়াটিয়া হিসেবে বিভিন্ন বাড়িতে উঠেছিল।

এছাড়া জঙ্গি বিরোধী অভিযানের সময় দেখা গেছে, দুর্বৃত্তরা বাসা ভাড়া নেওয়ার সময় বাড়ির মালিককে মিথ্যা তথ্য দিয়েছিল। দুর্বৃত্তরা ওই বাসায় বসে বিভিন্ন অপরাধের পরিকল্পনা করেছিল। ওই বাসাগুলো অধিকাংশ ছিল বেশির ভাগ মেস। কেউ ১ মাস অথবা কেউ ১০ দিন আগে ওই বাসাগুলোতে উঠেছিল। তারা ওইসব হত্যাকা- ঘটিয়ে বা গোলাবারুদ রেখে সেখান থেকে পালিয়ে গেছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের চিহ্নিত করার ক্ষেত্রে জটিলতার মধ্যে পড়তে হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে এবং দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করতে পুলিশের পক্ষ থেকে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তথ্য সংগ্রহের ক্ষেত্রে পুলিশকে প্রথমে বেগ পেতে হয়। অনেকেই তাদের ব্যক্তিগত তথ্য দিতে দ্বিধাদ্বন্দ্বে পড়েন। হয়রানি বা অন্য কোনো মামলায় ফাঁসিয়ে দিতে পারে- এমন আশঙ্কার কারণে তারা তথ্য দিতে চাচ্ছিলেন না। অনেকেই ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার শঙ্কায় তথ্য দিতে রাজি হচ্ছিলেন না। পরে পুলিশের সদস্যরা ওইসব ভাড়াটিয়াদের বিষয়টি বুঝিয়ে বলার পর ভাড়াটিয়ারা তাদের ব্যক্তিগত তথ্য দিতে রাজি হন। রাজধানীতে ২৮৭টি বিট পুলিশের মাধ্যমে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে সরবরাহকৃত ফরমে বাড়িওয়ালার নামসহ ব্যক্তিগত তথ্য এবং এক কপি ছবি চাওয়া হয়। যেসব নাগরিক ফরম জমা দিয়েছেন তারা ওই ফরমে বিস্তারিত তথ্য দিয়ে পুলিশের কাছে ওই ফরম জমা দিয়েছেন। ওই ফরমে বাড়ির গৃহকর্মী এবং গাড়ি চালকের তথ্যও চাওয়া হয়। সেই সঙ্গে পুলিশ বাড়ির মালিকদের বলে দিয়েছেন যেসব লোক বাড়ি ভাড়ার জন্য আসবেন তাদের যেন বিস্তারিত তথ্য নেওয়া হয়। কারও চালচলনে সন্দেহজনক হলে যেন সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। এতে করে অপরাধীরা আগের মতো যেখানে-সেখানে বাড়িভাড়া নিতে পারে না বলেও জানা গেছে।

তবে জানুয়ারি মাসে রাজধানীতে বাসা বদলের চিত্র বেশি চোখে পড়ে। এই অবস্থায় ভাড়াটিয়াদের অনেকের এলাকা বদলের ঘটনাও ঘটেছে। এক্ষেত্রে পুলিশের ইতোমধ্যে সংগ্রহ করা তথ্য হালনাগাদ করার প্রয়োজন হয়ে পড়েছে বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ডিএমপি উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান বলেন, ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করা হয় মূলত জননিরাপত্তার জন্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন সুষ্ঠু থাকে তাই পুলিশ এই উদ্যোগ নিয়েছে। তবে বাসা বদলের ক্ষেত্রে বাড়ির মালিকদের কাছে বলা আছে যেন আগের বাসার বিষয়ে জেনে রাখে। পুলিশও সেই হিসেবে তথ্য সংগ্রহ করে রাখবে। ‘

এছাড়া তথ্য ফরমে পূর্ববর্তী বাসার মালিকের নাম, মোবাইল নম্বর এবং বাসা ছাড়ার কারণও তথ্য ফরমে সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি।

মো. মাসুদুর রহমান আরো বলেন, ‘ভাড়াটিয়াদের সব তথ্য গোপন রাখবে পুলিশ। তথ্য সংগ্রহের ক্ষেত্রে ঢাকাবাসী পুলিশকে সহযোগিতা করেছে। ‘

প্রসঙ্গত, রাজধানীতে বাড়িওয়ালাদের মাধ্যমে ভাড়াটিয়ার তথ্য সংগ্রহের বিষয়ে পুলিশের বিধিমালার বৈধতা চ্যালেঞ্জ নিয়ে জারি করা রুল পর্যবেক্ষণসহ গত বছরের ২৩ আগস্ট নিষ্পত্তি করেন হাইকোর্ট।

জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে গত ২৭ মার্চ বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন। রুলে ‘ঢাকা মহানগর পুলিশ (নিয়ন্ত্রণ ও নির্দেশনা) বিধিমালা-২০০৬’ এর ৪ এর খ ধারার একটি অংশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চান আদালত। এ বিধিমালা দেখিয়ে ঢাকা মহানগর এলাকায় সব বাড়িওয়ালা-ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করছে পুলিশ।

গত ৮ আগস্ট এ বিষয়ে শুনানি শেষ হয়। ভাড়াটিয়ার তথ্য চাওয়া নিয়ে একটি রিট এর আগে খারিজ হয়েছিল। পরে আরেকটি বেঞ্চ রুল দেন। একই বিষয়ে দুই রকম আদেশ চলতে পারে না। এ কারণে রাষ্ট্রপক্ষ সে রুলের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন। পরে আপিল বিভাগ ২৭ মার্চের রুলটি নিষ্পত্তির জন্য বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে পাঠিয়ে দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি