বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


শিগগিরই নেতৃত্ব সঙ্কটের আশঙ্কায় বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০২.২০১৭

 

ডেস্ক রিপোর্টঃ

জিয়া অরফানেজ এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যে কোনো সময় গ্রেফতার হতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অপরদিকে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলাগুলো প্রায় শেষ পর্যায়ে। এখন শুধু রায়ের পালা। রায়ে দলের শীর্ষ এই দুই নেতার সাজা হলে নেতৃত্ব সঙ্কটে পড়তে পারে বিএনপি। এ নিয়ে দলের ভিতরে ও বাইরে নেতাকর্মীদের মধ্যে গুঞ্জন রয়েছে। বিচারে শীর্ষ এই দুই নেতার সাজা হলে দল কীভাবে চলবে, তা নিয়েও হাজারো প্রশ্ন বিএনপির ঘরে-বাইরে।

সুত্রে জানা গেছে, ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ দুর্নীতি ও নাশকতা সংক্রান্ত বিভিন্ন মামলার কার্যক্রম খুব দ্রুত গতিতে চলছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালত আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির না হওয়ায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। একই মামলায় গত ৩০ জানুয়ারি হাজির না হলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারির ঘোষণা দেন বিচারক আবু আহমেদ জমাদ্দার।

গত ফেব্রয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দেন বেগম খালেদা জিয়া। এদিন দুই মামলায় বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদ্দারের প্রতি অনাস্থা জানিয়েছেন তিনি। এর আগে বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানিতে ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা থেকে এই অনাস্থার কথা জানান তার আইনজীবীরা। অনাস্থা জানানোর পরও অসমাপ্ত বক্তব্যর জন্য পরবর্তী হাজিরা ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। তবে ৯ ফেব্রুয়ারি আত্মপক্ষ সমর্থনের শুনানিতে অংশ নেওয়ার কথা থাকলেও আদালতে যাননি খালেদা জিয়া। পরবর্তী শুনানির জন্য আইনজীবীর মাধ্যমে সময় আবেদন করেন তিনি। বিচারক তার আবেদন মঞ্জুর করে আগামী ১৬ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেছেন। এদিন খালেদা জিয়ার হাতে ব্যথা থাকার কারণে আদলতে উপিস্থত হতে পারেননি। দুর্নীতির এই দুই মামলার দিন ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করা আছে।

সূত্র জানায়, শুধু জিয়া পরিবারের বিরুদ্ধেই ৭৫টি মামলা রয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে মোট ১৯টি মামলা রয়েছে। অন্যদিকে, তারেক রহমানের বিরুদ্ধেও রয়েছে অন্তত অর্ধশত মামলা। এছাড়াও সারা দেশে ২০ হাজারেরও বেশি মামলায় আসামি রয়েছেন পাঁচ লক্ষাধিক বিএনপি নেতা-কর্মী। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৮৮টি মামলার আসামি। তবে সব মামলায় জামিনে আছেন তিনি।

এদিকে মাত্র কয়েক মাসের ব্যবধানে দুটি নাশকতাসহ বেশ কয়েকটি মামলার চার্জশিট প্রদান ও সাক্ষ্যগ্রহণের কাজ শেষ করা হয়েছে। বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে দায়ের করা প্রায় সব মামলার কার্যক্রমই সচল রয়েছে। এর আগে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে মোট ১৫টি এবং সিনিয়র ভাইস চোরম্যানের বিরুদ্ধে ৫টি মামলায় চার্জশিট দেওয়া হয়। বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এসব তথ্য জানান।

এসব মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে, এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দলের র্শীষ নেতা-কর্মীরা। দলের সিনিয়র নেতারা বলছেন, সব মামলাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। উচ্চ আদালতে ন্যায়বিচার হলে কোনো মামলাই টিকবে না। বিএনপিকে নেতৃত্বশূন্য ও আগামী জাতীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার জন্যই মামলাগুলোর কাজ দ্রুত করা হচ্ছে।

ইতোমধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারিক প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। অল্প সময়ের মধ্যেই এই দুই মামলায় মা ও ছেলের বিরুদ্ধে রায় হতে পারে বলেও আশঙ্কা করছেন তাদের আইনজীবীরা। এ দুই মামলাতেই খালেদা জিয়া প্রধান আসামি। একটিতে রয়েছেন তার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা স্থগিত চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের শুনানি শেষে তা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মামলা সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ছয়টি এবং হত্যা, বিস্ফোরক ও নাশকতার অভিযোগে চারটিসহ মানহানি, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, রাষ্ট্রদ্রোহের অভিযোগ মিলিয়ে মোট ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে দুদকের করা জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলা প্রায় শেষ পর্যায়ে।

বিএনপির যুগ্মমহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগে মামলা করা হয়েছে, সেগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এসব নিয়ে একজন আইনজীবী হিসেবে আমি মোটেও চিন্তিত নই। কারণ আদালতে যদি সঠিক বিচার হয়, তবে এসব মামলা একটিও টিকবে না। কারণ এ মামলার প্রায় সবগুলোরই বাদী ও সাক্ষী সবাই হলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

বিএনপি সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, জাতীয়তাবাদী শক্তিকে ধংস করার জন্য এ সরকার শুরু থেকে জিয়া পরিবারকে টার্গেট করেছে। সরকার আদালতের কাঁধে বন্দুক রেখে বিচারিক প্রক্রিয়ার নামে জিয়া পরিবারের বিরুদ্ধে অমানবিক আক্রমণ চালাচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াক প্রতি সপ্তাহে একবার অথবা দুইবার আদালত উপস্থিত থাকতে বাধ্য করা হচ্ছে। এটা সরকার প্রধানের প্রতিহিংসার বহিঃপ্রকাশ।

বিএনপির এই দুই শীর্ষ নেতার বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপির সিনিয়র নেতাদের রাজনৈতিক মামলায় সাজা দিয়ে জেলে পাঠিয়ে নির্বাচনে অযোগ্য ঘোষণার মাধ্যমে ক্ষমতাকে কুক্ষিগত করার ফন্দিও থাকতে পারে। সব সংকট মোকাবিলা করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। যদি কোন ষড়যন্ত্রের কারণে সঠিক বিচার না পাই, তাহলে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ফোরামের সিদ্ধান্ত মতে দলের কর্মকাণ্ড পরিচালিত হবে।

দলের সর্বোচ্চ নীতিনির্ধারনী ফোরাম স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল(অব.) মাহবুবুর রহমান জানান, আদালতের উপর আমাদের আস্থা আছে। সঠিক বিচার করলে রায় আমাদের পক্ষে আসবে। চেয়ারপারসন খালেদা জিয়াও তারেক রহমান বেকসুর খালাস পাবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি