বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্রিটিশ পার্লামেন্টের কাছে হামলা: আইএসের দায় স্বীকার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক: লন্ডনের ব্রিটিশ পার্লামেন্ট এলাকায় হামলার ঘটনায় দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

২৩ মার্চ বৃহস্পতিবার জঙ্গি সংগঠনটির কথিত মুখপত্র ‘আমাকে’ প্রকাশিত এক বিবৃতি এ তথ্য জানানো হয়। এতে হামলাকারী ব্যক্তিকে ‘খিলাফতের সৈনিক’ হিসেবে আখ্যায়িত করা হয়।

যদিও এ বিষয়ে যুক্তরাজ্য সরকার তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে এর আগে হামলাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করেছিল দেশটির পুলিশ।

এ ছাড়া বৃহস্পতিবার হাউস অব কমন্সে বক্তব্যদানকালে দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে জানিয়েছিলেন হামলাকারী ব্যক্তি স্থানীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থা এমআই৫ এর কাছে পূর্ব পরিচিত। হামলাকারী ব্যক্তি ব্রিটিশ বংশোদ্ভূত। কয়েক বছর আগে সহিংস উগ্রবাদের জন্য তাকে আটক করা হয়েছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি