বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » মতামত » এই মূহুর্তে বাংলাদেশে যতগুলি আপদ আছে তার মধ্যে বড় মাপের আপদ হইলো দুই ‘মোদী’


এই মূহুর্তে বাংলাদেশে যতগুলি আপদ আছে তার মধ্যে বড় মাপের আপদ হইলো দুই ‘মোদী’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

এই মূহুর্তে বাংলাদেশে যতগুলি আপদ আছে তার মধ্যে বড় মাপের আপদ হইলো দুই ‘মোদী’। প্রথমতঃ নরেন্দ্রমোদী এবং দ্বিতীয়তঃ ক্রিকেটমোদী।

নরেন্দ্রমোদী কোন সমস্যা হইতো না যদি ক্রিকেটমোদীরা একটু সচেতন হইতো। ক্রিকেটমোদীরা খেলার জন্য এতোটাই ডেডিকেটেড যে এঁদের কাছে একটি চার ছক্কা অথবা একটি উইকেটের যে মূল্য নিজ দেশের মানুষের জীবনের মূল্য ততটা না।

একটি ছক্কায় এঁদের ভেতর যতটা উচ্ছ্বাস তৈরি হয়, অন্য দেশের সীমান্তরক্ষীরা নিজ দেশের ভেতর ঢুকে দশ গ্রাম লন্ডভন্ড করলেও এঁদের ততটা চ্যাঁই থাকেনা। এঁরা ইন্ডিয়া ডকট্রিন বুঝেনা কিন্তু হিন্দি সিরিয়াল বুঝে পাঁই টু পাঁই। প্রতিরক্ষা চুক্তি কী সেটা নিয়ে এঁদের কোন খোঁজ খবর নাই কিন্তু বলিউড মুভির খোঁজ পাবেন টাটকা।

ভাগ্য ভাল যে এঁদের হাতে একাত্তুর পড়ে নাই। তাইলে যুদ্ধ মুদ্ধ বাদ দিয়ে এই মোদীর ভায়েরা ক্রিকেট নিয়েই পড়ে থাকতো। দুনিয়ার অন্য কোন দেশে এমন খেলুড়ে যুবসমাজ আছে কিনা জানা নাই।

পূর্বাশানিউজ/২৯-মার্চ,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি