শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা দাবি গণমোর্চার


তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা দাবি গণমোর্চার


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:কর্মসূচিভিত্তিক রাজনৈতিক ফোরাম গণমোর্চা আসন্ন ভারত সফরে প্রধানমন্ত্রীকে ভারতের কাছে তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা দাবির আহ্বান জানিয়েছে।

১ এপ্রিল শনিবার রাজধানীর তোপখানা রোডের নির্মল সেন মিলনায়তনে ‘প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর, সামরিক কূটনীতি এবং গণমানুষের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।

গণমোর্চার সমন্বয়কারী মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার, জাসদ নেতা হুমায়ুন করিব, বাংলাদেশ ন্যায় বিচার পার্টির সভাপতি হোসেন খান লিটন প্রমুখ।

সংগঠনের সমন্বয়কারী মোহাম্মদ মাসুম বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানাচ্ছি, তিনি যেন তিস্তাসহ সব নদীর পানির ন্যায্য হিস্যা দাবি করেন। পাশাপাশি বাংলাদেশ ভারতের মধ্যে যে সামরিক চুক্তি বা সমঝোতা হতে যাচ্ছে, এই চুক্তি চূড়ান্ত করার সময় সাধারণ মানুষের ইচ্ছাকে প্রধান্য দেন।’

পূর্বাশা ডেস্ক/রুবেল মজুমদার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি