শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কবির বর্ষবরণ হলো না!


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বহুমাত্রিক লেখক, কবি, সাংবাদিক সাযযাদ কাদির বৃহস্পতিবার বেলা দুইটার দিকে তিনি রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। মাত্র দু’দিনের জ্বরেই কুপোকাত হয়ে গেলেন যে আর ফির‌তে পারলেন না।

যেদিন জ্বরে আক্রান্ত হলেন সেদিনই সকালে খবর পেলেন ভারতের গায়িকা কিশোরী আমোনকার মারা গেছেন। ফেসবুকে একটি পোস্ট শেয়ার দিয়ে লিখলেন ‘রেস্ট ইন পিস। ‘ অথচ দুইদিনের ব্যবধানে তার জন্যও একই বাক্য ফিরে এলো। সেদিন হয়তো বুঝতে পারেননি মৃত্যু তার আশেপাশেও ঘোরাঘুরি করছে। দুপুরেই এলো জ্বর।

এবারের বৈশাখের নানা পরিকল্পনা ছিল কবি সাযযাদ কাদিরের। ঢাকার অদূরে কিছুটা জনমানবহীন স্থানে বর্ষবরণ করবেন এমনটাই জানিয়েছিলেন।   ফেসবুকে লিখেছিলেন, ঢাকার পাশে বাড্ডা ছেড়ে অনেকখানি যেতে হয়। জায়গার নাম বেরাইদ।   লিখেছিলেন, ‘এবারের ১লা বৈশাখ কাটাবো আড্ডা, কবিতা, গান, আবৃত্তিতে… রাজধানীর উপকণ্ঠ বেরাইদ-এ…’   বর্ষবরণ হলো কবির।

একভক্ত ফেসবুক পোস্টের নীচে মন্তব্য করেছিলেন, ‘রাজশাহীতে নয়?’ কবি লিখলেন,  ‘আষাঢ়ে যাওয়ার আশা। ‘ ভক্ত লিখলেন, ‘আষাঢ়ের আগেই আসুন। ভরা আমের মৌসুমে রাজশাহী আসার একটা আলাদা মজা আছে!’ কবি লিখলেন, ‘আসবো জৈষ্ঠ্যে। ‘ কিন্তু কবি তো এ কথাও রাখতে পারলেন না।

কবি সাযযাদ কাদিরের বয়স হয়েছিল ৭০ বছর।   ১৯৪৭ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইল জেলার মিরের বেতকা গ্রামে জন্মগ্রহণ করেন সাযযাদ কাদির। তিনি বাংলা সাহিত্যের ষাটের দশকের অন্যতম কবি, গবেষক ও প্রাবন্ধিক হিসেবে পরিচিত। সাযযাদ কাদির ১৯৬২ সালে বিন্দুবাসিনী উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে ১৯৬৯ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৭০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

সাযযাদ কাদির ১৯৭২ সালে টাঙ্গাইল করোটিয়ার সা’দত কলেজের বাংলা বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৭৬ সালে তিনি কলেজের চাকরি ছেড়ে সাপ্তাহিক বিচিত্রায় যোগদানের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। সাংবাদিকতা জীবনে সাযযাদ কাদির কাজ করেছেন রেডিও বেইজিং, দৈনিক সংবাদ, মানবজমিন ও দিনকালে। সাযযাদ কাদির শুধু কবিতাই নয়—গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ-গবেষণা, শিশুতোষ, সম্পাদনা, সংকলন, অনুবাদসহ বিভিন্ন বিষয়ে ৬০টির বেশি গ্রন্থ রচনা করেছেন।

পূর্বাশানিউজ/১২-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি