শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


ধর্ষণের ঘটনায় অপরাধ ধর্ষকেরই


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:

 ধর্ষণ -কা- মানেই তো ক্ষমতার উল্লাস। বনানীতে দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় জড়িতরা সবাই অর্থ-বিত্তে ক্ষমতাধর। এই ধর্ষণকা-ে জড়িত বলে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তারা হলো আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু সাদনান সাকিফ, নাঈম আশরাফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও তার দেহরক্ষী। আপন জুয়েলার্স-এর মালিকের ছেলেসহ তার বন্ধুরা যখন এই কা- করছিল, তখন তাদের মনস্তত্বে যা ছিল তা অনেকটা এমন – ‘মেয়ে দুটির ইচ্ছের বিরুদ্ধে, বাধার বিরুদ্ধে, আমরা তার শরীরটাকে তছনছ করলাম, মেয়েরা কিছুই করতে পারলো না এটা তো আমাদের শক্তির জয়, আমাদের আধিপত্যের সুপ্রতিষ্ঠা’।
চোরাচালান, জালিয়াতিসহ নানা দুর্নীতির মাধ্যমে বা এক একটি রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে যে সমস্ত রাস্তার লোক আকস্মিকভাবে ধনিক শ্রেণিতে চলে গেছে, তারা আসলে সর্বোচ্চ এটুকুই পারে। তাদের উপভোগের দর্শন হলো ধর্ষণ। সাফাত আহমেদ একা যায়নি, নিয়ে গেছে একই গোত্রের কিছু বন্ধুকে। সংখ্যা যত বেশি, জয়ের উত্তেজনাও ততো বেশি। মেয়েদের গণধর্ষণের ভিডিও তুলে রেখে তৃপ্তি আর অহংকারের ঢেকুর তুলেছিল তথাকথিত এই ‘বড় বাপের পোলারা’। এর চেয়ে অনেক কম অপরাধ যদি কোনও দরিদ্র পরিবারের ছেলে করতো, তাহলে এতক্ষণে সেই পরিবারগুলো কত ধরনের পুলিশি ঝড় মোকাবিলা করতো? কিন্তু এখানে ধর্ষক বাড়িতে থাকে, পুলিশ তাদের ব্যাপারে উদ্যোগী হয় না। বরং চেষ্টা আছে মেয়েগুলোর চরিত্র হনন করার।
এই ধর্ষণকারীরা কোনও হঠাৎ রাগের উত্তেজনায় কিছু একটা ঘটিয়ে ফেলেছে, এমন নয়। হ্যাঁ রাগ ছিল, কিন্তু সে এক অন্যরকম রাগ। ধনীর দুলাল, সবকিছু এদের দখলে বাপেদের অনার্জিত (ঁহবধৎহবফ সড়হবু) টাকায়। তাই তাদের মানসিকতা হলো, ‘আমি তোমার শরীর চাই, আমি মনে করি এটা আমার পাওনা, তোমার এত সাহস, তুমি দিচ্ছ না’? না দিলেতো রাগ হবেই, পুরুষ, তাও আবার বিত্তশালী পরিবারে বাপেদের দাম্ভিক আর নীতিহীন জীবন দেখা পুরুষ, সেই রাগেই তারা কেড়ে নিলো সবকিছু। দিলদার আহমেদ ছেলের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করেছেন। এটাও স্বাভাবিক। এই শ্রেণির দর্শন একটাই, মেরে খাও, পিটিয়ে খাও, মূল্যবোধ ধ্বংস করে খাও।

তবে ধর্ষণতো শুধু এমন ধনীর দুলালরাই করে না, করে সব শ্রেণির পুরুষই। পুরুষত্ব ও পুরুষাঙ্গের অস্তিত্ব প্রমাণের জন্য তারা ধর্ষণ করে। এ এক অদ্ভুত মনস্তত্ব। ক্ষমতা, আধিপত্য বিস্তার, রাগ, বিপন্নতা, হঠাৎ যৌন উত্তেজনা কিংবা শুধুই ফুর্তির আকাক্সক্ষায় এরা এসব করে। আসলে এসব পুরুষ মেয়েদের ঘৃণা করে। ধ্বংসাত্মক, আগ্রাসী সেই ঘৃণা। এই ঘৃণার সংস্কৃতি এদের মনোজগতে ভর করে পরিবারের ভেতরেই। পরিবার থেকেই এরা মেয়েদের যৌন-পুতুল হিসেবে দেখতে শেখে। মেয়েদের তুচ্ছ ও ঘৃণা করার সিলেবাস সমাজের স্তরে স্তরে। এই হেট ক্যাম্পেইন-এ অনেক প্রগতিশীলও আছেন যারা প্রশ্ন তুলছেন মেয়েরা রাতের বেলা পার্টিতে কেন গেলো? আর এক ধর্মান্ধ গোষ্ঠীতো আছেই যারা হয়তো এতক্ষণে কত ওয়াজই না করে চলেছেন যে, ‘বেআব্রু’ মেয়েদের জন্য এটাই দাওয়াই।

যারা আজ নানা যুক্তিতে মেয়ে দুটিকে নিয়ে কটুক্তি করছেন, তাদের ঘরেও নারী আছে, তাদেরও অনেকের কন্যা আছে। ভুলে গেলে চলবে না যে, ধর্ষণকারীর প্রতি এমন সহানুভূতি, এমন প্রশ্রয় ‘যাকে পাবি তাকে খা’-এর মতো সংস্কৃতির জন্ম দিতে পারে। ধর্ষণে অভ্যেস করে ফেলার প্রচেষ্টা ধর্ষিতা নারীকে খারাপ প্রমাণ করার এই মনোভাব কিন্তু তাদেরও ছাড়বে না যারা ভিকটিমদের নিয়ে আলাপ করতে গিয়ে একেকজন রসময় গুপ্ত হয়ে উঠছেন।

বনানীর ধর্ষকরা ভিকটিমদের মুখ বন্ধ রাখতে প্রাণনাশের হুমকি দিয়েছিল। গত ২৮ মার্চ ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে মামলা দায়ের হয়েছে ৪০ দিন পর। আসামিরা রাজধানীতেই ঘুরছে, ফিরছে, হয়তো নতুন কোনও শিকারের ধান্দা করছে, কিন্তু তাদের এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। কারও বুঝতে বাকি নেই আসামিরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদের ধরছে না। এসব দেখে মাঝে মাঝে প্রশ্ন জাগে আমাদের সামাজিক সুস্থতা নিয়ে।
ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিতে ওপর মহলে মোটা অঙ্কের টাকা খরচের অভিযোগ উঠেছে। এই অভিযোগ খুবই গুরুতর। এ ধরনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী মামলা পরিচালনার সঙ্গে সম্পৃক্তরা জোরালো ভূমিকা না নিলে ভিকটিমের বিচার পাওয়া আসলেই অনিশ্চিত হয়ে পড়বে।

ধর্ষক আসলে এই স্বার্থপর নিষ্ঠুর সমাজের উৎপাদন। ধর্ষিতাকে এ সমাজ, পরিজন, এমনকি সে নিজে কী চোখে দেখে তা আমরা জানি। এ সমাজ ধর্ষিতার মৃত্যুকামনা করে, আর ধর্ষকের জয়গান গায়। এমন এক বাস্তবতার পরও মেয়ে দুটি সাহস করে আইনের আশ্রয় চেয়েছে।

সামাজিক মাধ্যমে প্রতিবাদ অব্যাহত আছে। দু’একটি মূল ধারা গণমাধ্যমও সক্রিয়। এতে বোঝা যায় নারী-পুরুষ নির্বিশেষে মানুষকে লিঙ্গপরিচয়ের ঊর্ধ্বে দেখার চোখ তৈরি হচ্ছে। কিন্তু সত্যি বলতে কী- নারীকে হেয় করে দেখে যে সমাজ, তার ব্যাপকতার তুলনায় এই দৃষ্টিভঙ্গি অতি ক্ষুদ্রপরিসর। এই দেশে ধর্ষিতাকে শাস্তি দেওয়ার আইন নেই কিন্তু রেওয়াজ আছে। যারা মেয়েদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন, যারা কাহিনি তৈরি করছেন যে, এখানে ষড়যন্ত্র আছে, তারা সেই রেওয়াজের রূপকার।

‘ধর্ষণের ঘটনায় অপরাধ ধর্ষকের, দোষ, পাপ, অন্যায়, অনৈতিকতা ধর্ষকের’, এই জরুরি কথাটি উচ্চারিত হতেই হবে সবসময়, সব খানে, সব ঘটনায়। অন্যথায় পুরুষ কোনদিন শিখবে না, মা-বোন ছাড়াও একটি মেয়ের সঙ্গে সপ্রীত সসম্মান সম্পর্ক গড়ে তোলা সম্ভব।

লেখক: পরিচালক বার্তা, একাত্তর টিভি।

পূর্বাশানিউজ/১২-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি