বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ফেসবুকে খবর বিনামূল্যে নয়


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ফেসবুকে বিনামূল্যে খবর পড়ার দিন শেষ হচ্ছে। এখন থেকে এ সামাজিক মাধ্যমে খবর পড়তে হলে অর্থ খরচ করতে হবে। খবর প্রকাশক বা সংবাদ সংস্থাগুলোর সঙ্গে এ বিষয়ে কাজ করছে ফেসবুক কর্তৃপক্ষ। জানা গেছে, ব্যবহারকারীর কতগুলো খবর পড়তে পারবেন বা শেয়ার করবেন, তা নির্দিষ্ট করা থাকবে। তবে বেশি খবর পড়তে গেলে অর্থ খরচ করতে হবে।

ফেসবুকের খবর অংশীদারিত্ব বিভাগের প্রধান ক্যাম্পবেল ব্রাউন বলেন, বর্তমান পরিকল্পনা অনুযায়ী, ফেসবুকে নির্দিষ্ট প্রকাশকের ১০টি খবর পড়ার পর অর্থ খরচ করতে হবে। সম্প্রতি নিউইয়র্কে এক সম্মেলনে ব্রাউন বলেন, সংবাদ সংস্থাগুলো ফেসবুকের কাছে সাবসক্রিপশন সুবিধা দেয়ার দাবি করছিল।

বর্তমানে ফেসবুকের ইনস্ট্যান্ট আর্টিকেলস ফিচারটি বিনামূল্যে ব্যবহার করা যায়। তবে এ বিষয়ে প্রকাশকদের সঙ্গে আলোচনার প্রাথমিক পর্যায়ে আছে ফেসবুক। সাবসক্রিপশনভিত্তিক উন্নত ব্যবসার মডেল দাঁড় করানোর চেষ্টা চলছে। বর্তমানে ডিজিটাল বিজ্ঞাপনের অধিকাংশ গুগল ও ফেসবুকের দখলে।

খবর সেখানে পোস্ট হলেও প্রকাশকরা ক্ষতির মুখে পড়ছেন। গুগল ও ফেসবুক লিঙ্ক শেয়ারের ফলে মূল ওয়েবসাইটে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে। ফলে সংবাদ সংস্থাগুলো ফেসবুকের বিরুদ্ধে একজোট হয়েছে।

পূর্বাশানিউজ/২৬ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি