শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


শত বছরে হারিয়ে গেছে ২৯ প্রজাতির প্রাণী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সুন্দরবনে নদী আর ও খালে লবনের মাত্র বৃদ্ধি পাচ্ছে। জোয়ারের লোনা পানিতে নষ্ট  হচ্ছে মিঠা পানি। বন জুড়ে দেখা দিয়েছে মিঠাপানির অভাব। পরিবেশ বিজ্ঞানিরা বলছেন, বৃষ্টি আর নদীর নব্যতা কমে যাওয়ায় জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

সুন্দরবনে বৃষ্টি কমে গেছে শুষ্ক মৌসুমে বৃষ্টি হয় না বললেই চলে। উজানের পানি প্রবাহ কমে যাওয়া জোয়ারের সময়ে সাগরের নোনা পানি মিশছে বনের নদীতে। গত দেড়যুগে শিবাস নদীতে ২২ পিপিটি, কাকশিয়ালি নদীতে ২৮, পশুর নদীতে ৩৫ পিপিটি পরিমাণ লবণ মিশেছে।

এ বিষয়ে খুলনা এসআরডিআই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শচীন্দ্রনাথ বিশ্বাস বলেন, মিঠা পানিতে লবণের পরিমান বেড়েই চলেছে।  এ বিষয় নিয়ে কোনো প্রশ্ন নেই। লবণের পরিমাণ বেড়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে বিশেষ কারণগুলো হচ্ছে: ভুতাত্তিকগত কারণ ও জীব হত্যা।

তিনি বলেন, সুন্দরবনের মাটিও পানিতে মারত্মকহারে লবণের পরিমাণ বাড়ছে। এমতাবস্থায় তাদের আশঙ্কা সুন্দরী, কেওরা, ও গেলাপাতা গাছ হারিয়ে যাওয়ার। এমতাবস্থায় নদ-নদীতে মিষ্টি পানির প্রবাহ বাড়ানোর তাগিদ দেয়া উচিত।

উল্লেখ্য, গত ১শ’ বছরে ঘরিয়াল, বাকিং হরিণ, বন্য মহিস, মিঠে পানির কুমিরসহ ২৯ প্রকার প্রাণী বিলুপ্ত হয়েছে।

২৬/০৭/ ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি