বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ইস্টার দ্বীপের বিখ্যাত মাথাগুলোর মিলেছে শরীরও


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আমরা সবাই ইস্টার দ্বীপে খুঁজে পাওয়া পাথরের আকন্ঠ মূর্তিগুলো সম্পর্কে জানি। প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপটিতে ছড়িয়ে আছে ৮৮৭টি খোদাই করা প্রতিকৃতি। সম্প্রতি জানা গেছে, ইস্টার দ্বীপের ওই মূর্তিগুলোর সম্পুর্ণ শরীর লুকিয়ে রয়েছে মাটির নিচে।

প্রত্নতাত্ত্বিকেরা আবিষ্কার করেছেন মূর্তিগুলোর বিশাল দেহ মাটির নিচে চাপা পরে আছে এবং শুধুমাত্র মাথাগুলো মাটির উপরে উচু হয়ে আছে। উন্মোচিত সম্পুর্ণ মূর্তি থেকে ইস্টার দ্বীপের পুরান তত্ত¡ ও সভ্যতা সম্পর্কে সুদৃঢ় তথ্য পাওয়া যাবে বলে মনে করেন প্রত্নতত্ত্ব গবেষকেরা।

সরাসরি চিলির পশ্চিমে অবস্থিত ক্রান্তিয় দ্বীপের মূর্তিগুলো ‘রাপা নুই’ নামক আদিবাসীরা খোদাই করে তৈরি করেছে। এই সম্প্রদায়ের প্রধানরা ‘মোয়াই’ নামে পরিচিত। দ্বীপে পাওয়া অরনেট পাথরের মূর্তিগুলো আনুমানিক ৭০০ থেকে ১১০০ সালের মধ্যে তৈরী।

সময়ের বিবর্তনে পলি এবং মাটি জমে দ্বীপের মূর্তিগুলোর দেহ ঢাকা পরে যায়।

ইস্টার দ্বীপের ইতিহাস গবেষণা ও পর্যালোচনা করে দেখার জন্য, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-লস এঞ্জেলেস এর এক দল প্রত্নতত্ত্ববিদ ‘ইস্টার আইল্যান্ড স্ট্যাচু প্রজেক্ট’ পরিচালনা করছেন। প্রকল্পের অধিনে কয়েকটি মূর্তির পাশ থেকে মাটি অপসারনের পর তারা আবিষ্কার করেন যে, প্রতিকৃতিগুলোর সম্পুর্ণ শরীর মাটির নিচে লুকিয়ে রয়েছে।

২৭/০৭/ ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি