বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


গৃহকর্মী নিয়োগে সৌদি আরবের নতুন শর্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

গৃহকর্মীদের নিয়োগের ক্ষেত্রে নতুন শর্ত আরোপ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব।
এখন থেকে বিবাহিত সৌদি নাগরিকরা গৃহকর্মী বা গাড়ি চালক নিয়োগ দিতে চাইলে তার ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ৩৫ হাজার সৌদি রিয়াল থাকতে হবে।

এছাড়া দীর্ঘদিন ধরে দেশটিতে বসবাস করা অন্য কোনো দেশের নাগরিক গৃহকর্মী বা গাড়ি চালক নিয়োগ দিলে তার মাসিক বেতন হতে হবে অন্তত ১০ হাজার রিয়াল। বিবাহিত সৌদি নাগরিক একজন পুরুষ গৃহকর্মীসহ মোট তিনজন বিদেশি কর্মীর জন্য ভিসার আবেদন করতে পারবেন বলেও খবর দিয়েছে আরব নিউজ।

গৃহকর্মী ছাড়াও আরও বেশ কিছু শ্রমভিত্তিক কাজের জন্য ভিসা আবেদন করা যাবে। সেগুলো হলো গাড়িচালক,শিশু তত্ত্ববধায়ক,পাচক এবং নার্স।

সম্প্রতি দেশটিতে গৃহকর্মী নির্যাতনে অভিযোগ আর্ন্তজাতিক গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর অনেক দেশ সৌদিতে গৃহকর্মী পাঠানো বন্ধ করে দিয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতি সৌদি সরকার এমন শর্ত আরোপ করেছে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা।

সৌদি আরবের তথ্যনুযায়ী সেখানে বর্তমানে ১৩ লাখ বাংলাদেশি শ্রমিক রয়েছে।

পূর্বাশানিউজ/৩১আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি