শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


২৩ বছর কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন বাংলাদেশের এই ব্যক্তি


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১০.২০১৭


পূর্বাশা ডেস্ক:
বাংলাদেশে বসবাসকারী ৪৫ বছর বয়সী হাসমত আলি ২৩ বছর ধরে কাপড় দিয়ে মুখ ঢেকে চলাফেরা করছেন। পেশায় তিনি একজন জেলে। আজ থেকে ২৩ বছর আগে বনের পাশের নদীতে নৌকায় করে মাছ ধরছিলেন তিনি। মাছ ধরার এক পর্যায়ে ঐ নৌকাতেই ঘুমিয়ে পড়েন তিনি। জঙ্গলে উৎপেতে থাকা বাঘ ঠিক তখনি সুযোগ বুঝে আক্রমণ করে হাসমত আলিকে। বাঘের আক্রমণের হাত খুব কম মানুষই জীবিত হয়ে ফিরেছেন। তবে হাসমত আলি বাঘের সঙ্গে সেই ভয়ঙ্কর লড়াইয়ে জয়ী হয়েছেন ঠিকই তবে তাকে তার মুখের বেশির ভাগ অংশই হারাতে হয়েছে ঐ যুদ্ধে।

দুই পুত্র সন্তান এবং এক কন্যা সন্তানের জনক এই হাসমত আলি । স্ত্রী সন্তান নিয়ে বেশ ভালোই দিন কাটছিল তার। এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে অনেক ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হয় তাকে। অপরিচিত কেউ তাকে দেখলেই আঁতকে উঠে। কারণ বাঘের আক্রমণে হাসমত আলির চেহারায় ধারণ করেছে এক বিকট আকৃতি। হাসমত আলি এখন তার এই অস্বাভাবিক চেহারার চিকিৎসা করাতে চান। কারণ একটি সুস্থ স্বাভাবিক জীবন কার না কাম্য? চেহারার কিছুটা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য সাতক্ষিরা থেকে খুব শিগগিরই তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন বলে জানিয়েছে।

পূর্বাশানিউজ/০১ অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি