শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


আজ বিশ্ব শিশু দিবস


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আজ বিশ্ব শিশু দিবস। প্রতিবছর বাংলাদেশে অক্টোবর মাসের প্রথম সোমবার এ দিবসটি পালন করা হয়। এ বছর ‘শিশু পেলে অধিকার, খুলবে নতুন বিশ্বদ্বার’ এই প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে দিবসটি।

২ অক্টোবর সোমবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বিশ্বের সকল শিশুর অধিকারের বার্তা নিয়ে বিশ্ব শিশুরা মিলিত হচ্ছে।

এবার প্রথমবারের মতো এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন কারাগারে বড় হওয়া শিশুরা। শিশু একাডেমির কেন্দ্রীয় কার্যালয়সহ ঢাকার বিভিন্ন শাখা ও জেলা শাখার শিশুরা এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে। ঢাকার বিভিন্ন দূতাবাসে কর্মরত বিদেশী নাগরিকদের শিশুরাও অংশ নিচ্ছে শিশু দিবসের নানা আয়োজনে। এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে আমেরিকা, ফিলিপাইন, ভারত, স্পেন, তুরস্ক, ইয়েমেন ও শ্রীলঙ্কার ১৮ জন শিশু।

শিশু একাডেমি কার্যালয় সূত্র জানায়, প্রতি বছরের মতো এবারো বাংলাদেশ শিশু একাডেমি কেন্দ্রীয় কার্যালয়সহ ৬৪টি জেলা ও ৬টি উপজেলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৭ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

আগামী ১১ অক্টোবর থেকে ১৭ অক্টোবর ২০১৭ পর্যন্ত সারাদেশে সাত দিনব্যাপী শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হবে।

এদিকে বিশ্ব শিশু দিবস উপলক্ষে রোববার এক বাণীতে রাষ্ট্রপতি মো. আবুদল হামিদ জানান, সকল শিশুর পরিপূর্ণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সরকারের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবস ২০১৭ উদযাপনের কর্মসূচি শিশুদের পরিপূর্ণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বিষয়ে সরকারের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

এছাড়া তিনি -২০১৭’র প্রতিপাদ্য ‘শিশু পেলে অধিকার, খুলবে নতুন বিশ্বদ্বার’কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী হিসেবে অভিহিত করে বাংলাদেশসহ বিশ্বের সকল শিশুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

পূর্বাশানিউজ/০২ অক্টোবর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি