শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » প্রবাসের খবর » অসম্পূর্ণ ফ্লাইওভারে ভুল করে মাইক্রোবাস নিয়ে উঠে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।


অসম্পূর্ণ ফ্লাইওভারে ভুল করে মাইক্রোবাস নিয়ে উঠে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ভারতের হায়দারাবাদে একটি অসম্পূর্ণ ফ্লাইওভারে ভুল করে মাইক্রোবাস নিয়ে উঠে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই জন আহত হয়েছে।

২৪ নভেম্বর শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হায়দারাবাদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- পালানি (৬৫), তার স্ত্রী নাভানিথাম (৫৫) ও মেয়ে পবিত্রার (২৬)।

জানা গেছে, পরিবারটি বাগদানের একটি অনুষ্ঠানে যোগ দিতে শ্রীপেরুমবুদুর থেকে মিনজুরে যাওয়ার জন্য একটি গাড়ি ভাড়া নেয়। পথে একটি অসমাপ্ত ফ্লাইওভারের মুখে ব্যারিকেট না থাকায় চালক ওই ফ্লাইওভারে রাস্তা ধরে যেতে থাকে।

এদিকে চালকও জানতেন না যে ফ্লাইওভারটি অসমাপ্ত। কিন্তু কিছু দূর ওঠার পর চালক বুঝতে পারেন, সামনে আর রাস্তা নেই। কিন্তু ততক্ষণে আর কিছু করার ছিল না চালকের। মুহূর্তের মধ্যেই ফ্লাইওভার থেকে উড়ে ৩০ ফুট দূরের একটি গর্তে পরে যায় মাইক্রোবাসটি। সে সময় ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনের মৃত্যু হয়।

এদিকে ফ্লাইওভারটিতে ওঠার মুখে কোনো সাইনবোর্ড বা ব্যারিকেড ছিল না। যে কারণে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তবে এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে কি-না খতিয়ে দেখছে পুলিশ।

পূর্বাশানিউজ/২৬ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি