বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সমস্যা জর্জরিত ব্যাংক নিয়ে দুশ্চিন্তায় মুহিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

কিছু ব্যাংক গুরুতর সংকটে পড়েছে। ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে মরিয়া কোনো গ্রুপ যেমন ব্যস্ত তেমনি খেলাপি ঋণে জর্জরিত হয়েছে এসব আর্থিক প্রতিষ্ঠান। অনেকেই এখন মালিকানা পরিবর্তনের জন্যে চেষ্টা করছেন। এধরনের পর্যবেক্ষণ খোদ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের যা তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দৃষ্টি আকর্ষণের জন্যে পাঠিয়েছেন। এসব ব্যাংকগুলোকে একীভূত করা যায় কিনা সে বিবেচনা করতেও তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী।

গত ২৮ ডিসেম্বর এধরনের এক চিঠি গভর্নরের কাছে পাঠিয়েছেন মুহিত। কেন্দ্রীয় ব্যাংক সমস্যাবহুল ব্যাংকগুলোর পরিচালক রদবদল করেছে। এমডিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নিয়েছে। গত ৩১ ডিসেম্বর অর্থমন্ত্রী বলেন, উদ্যোক্তরাই ফার্মার্স ব্যাংকের সংকটের জন্যে দায়ী। তিনি চান, অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করা হোক এ ব্যাংকটিকে। গত সপ্তাহে সাংবাদিকদের কাছেও এধরনের মত প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় ব্যাংক তা করবে। এ পরিস্থিতিতে আমার পরামর্শ এটাই। তবে একই সঙ্গে অর্থমন্ত্রী আরো তিনটি ব্যাংককে লাইসেন্স প্রদানে কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে বাংলা ব্যাংক, পিপলস ইসলামি ব্যাংক ও পুলিশ ব্যাংক’কে লাইসেন্স প্রদানের উদ্যোগ নিয়েছে।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম বলেন, একদিকে ব্যাংকগুলোকে একীভূত এবং নতুন ব্যাংকের লাইসেন্স প্রদান সাংঘর্ষিক সিদ্ধান্ত।

পূর্বাশানিউজ/০৭ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি