বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সুদের চেয়েও বড় সুদ!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

সুদ ইসলামে নিষিদ্ধ। মারাত্মক কবীরা গুনাহ। আল-কুরআনে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এক দিরহাম সুদের গুনাহের বিবরণ হিসেবে হাদীসে ৩৫ বার ব্যাভিচারের গুনাহের কথা বলা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় এবং নিকৃষ্ট সুদ হলো অপর মুসলিম ভাইয়ের উপর অন্যায় হস্তক্ষেপ করা। তার মর্যাদা হানি করা। ইজ্জত-আবরুতে হাত দেয়া। অর্থ্যাৎ সাধারণ সুদের কারণে যত গুণাহ হয় তারচেয়ে বেশী গুনাহ হয় অপর মুসলিম ভাইয়ের উপর অন্যায় হস্তক্ষেপের দ্বারা।

এ বিষয়ে হাদীসে এসেছে, সাঈদ বিন যায়েদ রা. থেকে বর্ণিত, সবচেয়ে বড় সুদ হলো কোন মুসলিম ভাইয়ের উপর অন্যায় হস্তক্ষেপ করা।…(আবু দাউদ, হাদীস নং ৪৮৭৬,
অন্য আরেক হাদীসে এসেছে, বারা ইবনে আযেব রা. থেকে বর্ণিত, সুদের ৭২ টি গুনাহ রয়েছে। এর সর্বনি¤œ গুনাহ হলো আপন মায়ের সাথে কুকর্ম করার (গুনাহ)। আর সবচেয়ে বড় সুদ হলো আপন মুসলিম ভাইয়ের ইজ্জত-আবরুতে হাত দেয়া।

পূর্বাশানিউজ/১৪ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি