বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বৃহস্পতিবার থেকে স্বাভাবিক হতে পারে তাপমাত্রা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০১.২০১৮

ডেস্ক রিপোর্ট:
সারা দেশে চলছে শৈত্য প্রবাহ। ইতোমধ্যে, সর্বনিম্ন তাপমাত্রায় (দুই দশমিক ছয় ডিগ্রী সেলসিয়াস) অতীতের সকল রেকর্ড ভেঙ্গে গেছে। তবে চলতি সপ্তাহের বুধবারের পর স্বাভাবিক হতে পারে তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ১৭ জানুয়ারি বুধবারের পর থেকে স্বাভাবিক হতে পারে দেশের তাপমাত্রা। বিক্ষিপ্তভাবে দেশের কয়েকটি স্থান ব্যতীত আর কোথাও শৈত্য প্রবাহ থাকবে না। সে হিসেবে আগামী বৃহস্পতিবার থেকে শীতের প্রকোপ থেকে মুক্তি পেতে পারে দেশবাসী।

কুয়াশার সাথে উত্তরীয় ঠান্ডা বাতাসই গত দুই সপ্তাহ যাবত প্রবল শীতের কারণ বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল রবিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার তাপমাত্রার হিসেব অনুযায়ী, ৮-১০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬-৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রাকে মাঝারি শৈত্য প্রবাহ আর ৬ ডিগ্রির নিচের তাপমাত্রাকে তীব্র শৈত্য প্রবাহ বলা হয়।

পূর্বাশানিউজ/১৫ জানুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি