শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


এসএমএস ও ই-মেইলে মামলা করতে পারবে সৌদিরা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

সৌদি আরবের আইন মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বিচার বিভাগীয় বিজ্ঞপ্তির মাধ্যমে রোববার ঘোষণা দিয়েছে ডিজিটাল যোগাযোগ এসএমএস ও ই-মেইল ব্যবহার করে জনগণ আদালতে মামলা দায়ের করতে পারবে।

সৌদির বিচারপতি ও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের চেয়ারম্যান ওয়ালিদ আল সামানি, গত শুক্রবারে ‘উম্মে আল-কুরা’ পত্রিকায় ই-বিজ্ঞাপনের মাধ্যমে দেশবাসীকে এসএমএস ও ই-মেইল ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। মন্ত্রণালয় একটি প্রেস বিবৃতিতে বলেছে যে আইনি সহায়তায় যোগাযোগের জন্য তারা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করবে। এসএমএস ও ইমেইল পাওয়ার পর স্বয়ংক্রিয় পদ্ধতিতে যাচাই-বাছাই করে সেটা কর্তৃপক্ষকে অবহিত করবে কম্পিউটার। মন্ত্রণালয় আরো বলেছে এই এসএমএস বা ইমেইলে প্রয়োজনীয় তথ্য আইডি কার্ড বাণিজ্যিক নিবন্ধন সংখ্যা ইত্যাদি অন্তর্ভুক্ত করতে হবে।

সৌদি আরবের বিচারবিভাগ এই ডিজিটাল পদ্ধতি সৌদি আরবের ২০২০ সালের আধুনিকায়নেরই একটি অংশ হিসেবে উল্লেখ করে। এই পদ্ধতি বাদশাহ সালমানের একটি সরকারী প্রত্যাদেশ জারি করার পরই বিচার বিভাগ সিদ্ধান্তে চালু করা হয়। তবে এর জন্য সরকারি স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় নিবন্ধিত ইমেইল ও অ্যাকাউন্টগুলি থেকেই পাঠাতে হবে।

পূর্বাশানিউজ/৩১জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি