শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সৌদি আরবে নতুন কর আরোপে বিপাকে প্রবাসী বাংলাদেশিরা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

সৌদি আরবের সরকার প্রবাসী কর্মী ও ব্যবসায়ীদের ওপর নতুন করে কর আরোপ করায় বিপাকে পড়েছেন সেখানে অবস্থানরত মধ্য ও নিম্নআয়ের প্রবাসী বাংলাদেশিরা।  দেশটিতে টিকে থাকতে ঋণ করে চলতে হচ্ছে অনেককেই। করের বোঝা বইতে না পেরে দেশে ফিরে আসার কথাও ভাবছেন কেউ কেউ। তবে দ্রুত সমস্যা সমাধান হবে বলে আশ্বাস দিয়েছে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস।

সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। রেমিটেন্সের একটি বড় অঙ্কই আসে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে। তবে সৌদি কর্তৃপক্ষের একের পর এক সিদ্ধান্ত দুশ্চিন্তায় ফেলেছে প্রবাসীদের। এবার নানা ধরণের করের আওতায় আনা হয়েছে তাদের। আর এই বড় অঙ্কের কর দিতে না পারায় অনেক কর্মী ও ব্যবসায়ী দেশে ফিরে আসতে বাধ্য হতে পারেন।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় অর্থনৈতিক মন্দায় পড়ে দেশটি। এর ফলে ১০ হাজার কোটি মার্কিন ডলার বাজেট ঘাটতি পূরণে প্রবাসীদের ওপর মোটা অঙ্কের কর ধার্য করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব জানান, সৌদি সরকারের এ সিদ্ধান্ত রেমিটেন্সের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে না।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব ফখরুল ইসলাম বলেন, এটি হয়তো খুব বেশি দীর্ঘমেয়াদী হবে না। কারণ বিভিন্ন কোম্পানি তাদের শ্রমিকদের ওপর শ্রমিকদের জন্য বেতন ও অন্যান্য সুবিধা বৃদ্ধি করবে, তখন এটা কমে যাবে।

প্রবাসীরা জানান, সৌদি সরকারের আরোপিত এই করের কারণে তারা দেশে কোন টাকা পাঠাতে পারবেন না।

যত দ্রুত সম্ভব এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

পূর্বাশানিউজ/৩১জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি